সীতাকুণ্ডে বিস্ফোরণ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্বেগ

আগের সংবাদ

কেন এত ভবন বিস্ফোরণ? : সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাব, সামর্থ্যরে ঘাটতি আছে রাজউকের

পরের সংবাদ

চান্দাইকোনায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা উত্তরবঙ্গের জেলাগুলোর প্রবেশদ্বার। বগুড়া-পাবনা মহাসড়ক সংলগ্ন হাটের স্থান হওয়ায় দুই জেলার মানুষের মিলনস্থল এবং ব্রিটিশ আমল থেকে সবচেয়ে বড় হাট বসে এখানে। নদী ও স্থল পথে বহু দূরদূরান্ত হতে নৌপথে এবং স্থলপথে ব্যবসায়ীরা চান্দাইকোনায় আসেন হাট করতে। ব্যবসায়ীদের এই আগ্রহের কারণে চান্দাইকোনায় উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশু হাটের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সপ্তাহে ২ দিন বসে এই হাট। শনিবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাট চলে। হাটকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থান থেকে ট্রাক, নছিমন, করিমন, পিকআপ ভ্যান ভর্তি করে আসে গরু-ছাগলসহ অন্যান্য গবাদি পশু। হাটের দিন ব্যস্ততা বাড়ে ক্রেতা-বিক্রেতাদের।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠে কেনাবেচা। একের পর এক ক্রেতা দর্শনার্থীদের সঙ্গে বেপারি, খামারি কিংবা গরু ব্যবসায়ীদের অনবরত দামদর চলে। হাটে ছোট-বড় প্রচুর পশু ওঠে। জানা গেছে, চান্দাইকোনায় প্রতি হাটে বিক্রির উদ্দেশে প্রায় ১০-১৫ হাজার গরু থাকে। হাটে সর্বনি¤œ ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার পর্যন্ত গরু ক্রয়-বিক্রয় হয়। তবে কিছু গরু তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম চাওয়া হয়। কিন্তু গ্রাহকদের চাহিদা ৫০ হাজার থেকে এক লাখ টাকা দামের গরুর প্রতি। ছাগলের চাহিদাও রয়েছে প্রচুর।
মূলত চান্দাইকোনা হাটে পশু ক্রয়-বিক্রয় করতে আসেন পার্শ^বর্তী জেলা বগুড়া, নাটোর, পাবনার মানুষসহ দূর-দূরান্তের বেপারিরা।
চান্দাইকোনা হাট কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, চান্দাইকোনা হাটটির অনেক সুনাম রয়েছে। অনেক দূরদূরান্ত থেকে বিশেষ করে উত্তরবঙ্গের ক্রেতা এবং বিক্রেতারা এই হাটে আসে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়