সীতাকুণ্ডে বিস্ফোরণ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্বেগ

আগের সংবাদ

কেন এত ভবন বিস্ফোরণ? : সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাব, সামর্থ্যরে ঘাটতি আছে রাজউকের

পরের সংবাদ

ঘোড়াঘাটে ৬ কঙ্কাল চুরি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বাগানবাড়ী কেন্দ্রীয় কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি করা হয়েছে। একটি নতুন কবর ও পাঁচটি পুরাতন কবর থেকে কঙ্কালগুলো চুরি করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। গত শনিবার রাতে কঙ্কালগুলো চুরি করা হয়।
কবরস্থানের আমের বাগান লিজ নেয়া ব্যবসায়ী ভুট্টু মিয়া জানান, রবিবার বিকালে পৌরসভার বাগানবাড়ী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় কবরস্থানে বেশ কয়েকটি কবরের মাটি খুঁড়া অবস্থায় দেখতে পান তিনি। কাছে গিয়ে দেখতে পান- কবরের মাথার দিকে গর্ত এবং শুধু কাফনের কাপড় পড়ে রয়েছে। পরে মসজিদের ইমামকে খবর দেয়া হয়। এরপর ইমাম, মুসল্লি ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান।
এই কবরস্থানে প্রায় ৩ বছর আগে নিজের মায়ের লাশ দাফন করেন পৌর এলাকার কাদিমনগর গ্রামের সাব্বির মিয়া। তিনি বলেন, ‘গত শুক্রবার মায়ের কবর জিয়ারত করেছি। তখন কবর ঠিক ছিল। আজ গিয়ে দেখি কবরটি খুঁড়ে রাখা। কে বা কারা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে।’
ওই কবরস্থান জামে মসজিদের ইমাম ওবায়দুর রহমান বলেন, ‘৬টি কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। কবরের উপরে মাথার দিকের অংশের বাঁশ সরানো। ভিতরে শুধু কাপড় পড়ে আছে। অনেক কবরের ভেতরে আবার কিছুই নাই। ফাঁকা পড়ে আছে।’
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু জানি না। তবে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়