চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট

আগের সংবাদ

কাতারের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রী : জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

শান্তিগঞ্জ : পানিসম্পদ সচিবের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : শান্তিগঞ্জের খাই হাওরে ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় নির্মাণাধীন বাঁধটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সচিব স্থানীয় পিআইসি কমিটির লোকজনদের সঙ্গে কথা বলেন এবং পিআইসিদের দ্রুত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করতে তাগিদ দেন। এ সময় তিনি দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত সময়ের মধ্যে পিআইসিদের পরিশোধের আশ্বাস দেন।
সচিব বলেন, ফসলরক্ষা বাঁধ নির্মাণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। তিনি বাঁধের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কৃষকের গোলায় সোনালি ফসল উঠানোর আগ পর্যন্ত নির্মাণকাজে সংশ্লিষ্ট পিআইসিসহ কর্মকর্তাদের মাঠে কাজ করার আহ্বান জানান।
বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহজাহান আলী, জেলা প্রশাসক মো. দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, পাউবোর পূর্ব রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, পাউবোর উত্তর পূর্বের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পাউবো বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, সুনামগঞ্জ পাউবো বিভাগ ২-এর নির্বাহী প্রকৌশলী মো. সামসুদ্দোহা, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসও মাহবুব আলম, সাংবাদিক শাহজাহান চৌধুরী, সুহেল তালুকদার, হোসাইন আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়