চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট

আগের সংবাদ

কাতারের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রী : জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

যৌতুকের জন্য স্ত্রী নির্যাতন : জাতীয় দলের পেসার আল আমিনের বিচার শুরু

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। এর মাধ্যমে আল-আমিনের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। গতকাল আল-আমিন নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। অন্যদিকে আল-আমিনের জামিন বাতিলের আবেদন করে বাদীপক্ষ। শুনানি শেষে আল-আমিনের জামিন কেন বাতিল হবে মর্মে কারণ দর্শানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে আগামী ৯ এপ্রিল সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।
এরআগে ২০২২ সালের ২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন আল-আমিনের স্ত্রী ইশরাত জাহান। মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল-আমিনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়।
এ দম্পতির দুটি সন্তান রয়েছে। আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু ইসরাতের বৃদ্ধ বাবা যৌতুকের টাকা দিতে পারবে না জানালে আল-আমিন তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। এছাড়া অন্য মেয়ের সঙ্গে আল-আমিনের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তার স্ত্রী ইশরাত জাহান। এ মামলা তদন্ত করে মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. সোহেল রানা স¤প্রতি আল আমিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে আল-আমিন জামিনে আছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়