চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট

আগের সংবাদ

কাতারের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রী : জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

চান্দ্রা ইমাম আলী স্কুল : প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক বনভোজন

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে চাঁদপুর ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৩ গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক মোহনায় মিলিত হয় হাজারের অধিক প্রাক্তন শিক্ষার্থী। সমিতির সভাপতি ও মিলনমেলা উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মো. শফিকুর রহমান পাটোয়ারী (সাবেক সচিব ও চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ), সমিতির সহসভাপতি মোসাম্মৎ নাসিমা বেগম (সিনিয়র সচিব), সমিতিরি সাধারণ সম্পাদক ও মিলনমেলা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক প্রকৌশলী মো. এনায়েত হোসেন তপাদার, সমিতির সাংগঠনিক সম্পাদক ও উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. হারুন অর রশিদ সাগর, সমিতির সাংগঠনিক সম্পাদক ও উদযাপন পরিষদের সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ বাহাউদ্দিন আহমদ খান (সুমন), উদযাপন পরিষদের সহসমন্বয়ক মোস্তফা খান উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী স্কুলের বহু বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিজনসহ বিভিন্ন পেশার অগণিত প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়