চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট

আগের সংবাদ

কাতারের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রী : জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

খোলা আকাশের নিচে পাঠদান

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে খোলা মাঠের মধ্যে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রখর রোদে সীমাহীন কষ্ট সহ্য করে খোলা আকাশের নিচে ধুলাবালুর মধ্যে ক্লাস করে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। উপজেলার শুক্তগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার চিত্র এটি।
মাদ্রাসা সূত্র জানায়, ১৯৯৭ সালে ৭ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা ব্যয়ে তিন কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। তিন কক্ষের একটিতে অফিস রুম। আর বাকি দুইটি কক্ষের মাঝে পার্টিশন দিয়ে চারটি ক্লাস বসানো হয়। কাজের মান খারাপ হওয়ায় কয়েক বছর আগে থেকেই ভবনের ছাদ থেকে পানি পড়তে শুরু করে। ভবনের প্রতিটা পিলার ফেটে লোহার রড বের হয়ে গেছে। ভবনের পলেস্তারা খসে পড়ছে। পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহতও হয়েছে। এক বছর আগে মৌখিকভাবে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এখন যে কোনো সময় ভবন ধসে পড়তে পারে এই শঙ্কায় মাদ্রাসায় শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে।
জানা গেছে, মাদ্রাসায় ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ২৭৫ জন শিক্ষার্থী রয়েছে। তারা এখন খোলা মাঠের মধ্যে পাঠদান নিচ্ছে।
মাদ্রাসার শিক্ষার্থী তহমিনা, ফারিয়া, ফয়সাল, সাদিয়া, আল-মাহমুদ বলে, ‘পলেস্তারা খসে পড়ে আমাদের কয়েকজন সহপাঠী আহত হয়েছে। এখন ঝুঁকিপূর্ণ ওই ক্লাসরুমে ঢুকতে ভয় হয়।’
ওই মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান বলেন, ‘ভবনের জরাজীর্ণ অবস্থা থাকায় বর্তমানে খোলা মাঠে ক্লাস করাতে হচ্ছে। কিন্তু রোদে বসে শিক্ষার্থীরা ক্লাস করতে চায় না। এখন দিনে দিনে শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে। সামনে আবার বর্ষাকাল আসছে। তখন শিক্ষার্থীদের কোথায় ক্লাস নিব জানি না। তাই মাদ্রাসার এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কমনা করছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম বলেন, ‘ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ এমপি মহোদয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। এমপি মহোদয় নতুন ভবন দেবেন বলে জানিয়েছেন। এতে কাজ না হলে আবারো ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়