সাভারে সাংবাদিকের গাড়িতে দুর্বৃত্তদের হানা

আগের সংবাদ

তিন কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ সায়েন্স ল্যাবে : ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

পরের সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : ভোটের উপকরণ কেনাসহ নানা প্রস্তুতি ইসির

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগেভাগেই ইভিএম মেরামত, ব্যালটবাক্স সংগ্রহসহ নানাবিধ সামগ্রি কেনাকাটাসহ নানান প্রস্তুত নিচ্ছে ইসি। এজন্য ক্রয় কমিটির একাধিক বৈঠকও করেছে তারা। ইসির পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে অনুষ্ঠিত হবে চারটি (সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশাল) সিটি করপোরেশন নির্বাচন। সংসদ নির্বাচন শেষে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এসব নির্বাচনকে সামনে রেখেই ক্রয় পরিকল্পনাসহ বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এক্ষেত্রে শিগগিরই বিভিন্ন কমিটি গঠন করার কথা বলেছে ইসি।
ভোটের প্রস্তুতি নিতে একাধিক বৈঠক করেছে ‘নির্বাচনীসামগ্রী ক্রয় পরিকল্পনা সংক্রান্ত’ কমিটি। সম্প্রতি সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে স¤প্রতি অনুষ্ঠিত সভায় দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনী সামগ্রী বিশেষ করে ব্যালটবাক্স, স্ট্যাম্পপ্যাড, লাল গালা, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, অমোচনীয় কালি, বিভিন্ন ধরনের ব্যাগ, ক্যালকুলেটর, চার্জার লাইট কেনার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের ফরম এবং প্যাকেট মুদ্রণের নীতিগত সিদ্ধান্তও হয়েছে।
এ প্রসঙ্গে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ইতিমধ্যে আমরা ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক করেছি। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে ব্যবহারযোগ্য ব্যালটবাক্সের সংখ্যা এবং ব্যালটবাক্সের ঢাকনার তথ্য পুনরায় প্রত্যয়নপত্রসহ সংগ্রহ এবং তার ভিত্তিতে স্বচ্ছ ব্যালটবাক্সের চাহিদা নিরূপণ করার কথা বলা হয়েছে। এছাড়া যে দেড় লাখ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রয়েছে তার অনেকগুলোই খারাপ, এগুলো কতটা ব্যবহার যোগ্য তার তালিকা তৈরি করেছে ইসি, দেখা গেছে প্রায় ৪০ শতাংশ ইভিএমে ব্যবহার অযোগ্য। বাকি বাকি ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের বিষয়ে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। বিএমটিএফ জানিয়েছে, এসব ইভিএম মেরামতে ১ হাজার ২৬০ কোটি টাকা খরচ হবে।
এর প্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের বাজেট সংক্রান্ত বৈঠকে ইভিএম মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দ দেয়ার বিষয়টি তোলে ইসি সচিবালয়। ইভিএম মেরামতে কত টাকা লাগবে, কোন খাতে কত খরচ হবে, সেটির বিস্তারিত জানাতে বলেছে অর্থ মন্ত্রণালয়।
এদিকে বিগত সাধারণ নির্বাচনের ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা ১০ শতাংশ আনুপাতিক হারে বাড়িয়ে দ্বাদশ জাতীয় সংসদ, ষষ্ঠ উপজেলা পরিষদ ও চারটি সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য ভোটকেন্দ্র ও কক্ষের সংখ্যা নির্ধারণ করে নির্বাচনসামগ্রী কেনার পরিমাণ নির্ধারণের কথাও বলা হয়েছে।
ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী এবারে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। ভোটার সংখ্যার তথ্যের ভিত্তিতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যার ভিত্তিতে নির্বাচন সামগ্রী কেনার পরিমাণ নির্ধারণ করা হবে।
মাঠপর্যায়ের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বর্তমানে সারাদেশে ২ লাখ ৯৪ হাজার ৩৪৫টি স্বচ্ছ ব্যালট বাক্স সংরক্ষিত আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলে সম্ভাব্য ব্যালট বাক্স প্রয়োজন হবে ৩ লাখ ৬ হাজার ৬০০টি। ন্যূনতম ১৫-২০টি আসনে ইভিএমে নির্বাচন হলে সেক্ষেত্রে স্বচ্ছ ব্যালট বাক্স ক্রয়ের প্রয়োজন হবে না।
তবে ওই ব্যালট বাক্সগুলো গুণগত মান সঠিক আছে কিনা এবং ভোটকেন্দ্রে তা ব্যবহার করা সম্ভব হবে কিনা তার সঠিক তথ্য প্রয়োজন। এ লক্ষ্যে ব্যালট বাক্সের তথ্য পুনরায় মাঠপর্যায় থেকে সংগ্রহ করার কাজ শুরু করেছে ইসি। এছাড়াও দ্বাদশ নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতিও নিতে চলেছে ইসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়