সাভারে সাংবাদিকের গাড়িতে দুর্বৃত্তদের হানা

আগের সংবাদ

তিন কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ সায়েন্স ল্যাবে : ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

পরের সংবাদ

ঘুরতে গেলে মিলবে ১৬৫ মার্কিন ডলার

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিদেশে ঘুরতে যাওয়া যাদের শখ, তাদের জন্য সুখবর নিয়ে এসেছে তাইওয়ান সরকার। দেশটিতে ঘুরতে গেলে অর্থ দেওয়া হবে পর্যটকদের। স্বায়ত্তশাসিত দ্বীপদেশটির সর্বোচ্চ নেতা চেন চিয়েন-জেন গত বৃহস্পতিবার এই ঘোষণা দেন। মূলত: দেশটিতে পর্যটক বাড়াতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। গত বছর তাইওয়ানে মাত্র ৯ লাখ পর্যটক ভ্রমণ করেছিলেন। চেন চিয়েন-জেন আশা প্রকাশ করে বলেন, ২০২৩ সালে তাইওয়ানে আসবেন ৬০ লাখ পর্যটক। এ ছাড়া তাদের লক্ষ্য ২০২৫ সালে ১ কোটি পর্যটক নিয়ে আসা। একারণেই যারা তাইওয়ান যাবেন তাদের মধ্যে ৫ লাখ পর্যটক পাবেন ৫ হাজার তাইওয়ানি ডলার বা ১৬৫ মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮ হাজার টাকার সমান। এ ছাড়া প্রায় ৯০ হাজার পর্যটন গ্রুপকে ২০ হাজার তাইওয়ানি ডলার দেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়