সাভারে সাংবাদিকের গাড়িতে দুর্বৃত্তদের হানা

আগের সংবাদ

তিন কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ সায়েন্স ল্যাবে : ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

পরের সংবাদ

ওয়ার্ল্ড একোয়াটিকস্ প্রেসিডেন্ট : সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সঙ্গে গত শুক্রবার ওয়ার্ল্ড একোয়াটিকস্ এর প্রেসিডেন্ট এবং অলিম্পিক কাউ›িসল অব এশিয়ার মহাপরিচালক হুসাইন এ এইচ জেড আলমুসাল্লাম এবং আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট বিনোদ কুমার তিওয়ারি সৌজন্য সাক্ষাৎ করেছেন। কুর্মিটোলা গলফ ক্লাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে একোয়াটিকস্ ও কাবাডির বর্তমান ও ভবিষ্যৎ এর বিভিন্ন দিক ও জনপ্রিয়তা বৃদ্ধিবিষয়ক আলোচনা করা হয়। বাংলাদেশের একোয়াটিকস্ ও কাবাডি খেলোয়াড়দের মান বৃদ্ধি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জনের বিষয়ে সভাপতি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আগত অতিথিদের সঙ্গে বিশদভাবে আলোচনা করেন। এছাড়াও এশিয়ান অলিম্পিক বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অলিম্পিক কাউ›িসল অব এশিয়াকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। আইএসপিআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়