জাকের সুপার মার্কেট : সংঘর্ষে সভাপতিসহ আহত ২

আগের সংবাদ

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : সীতাকুণ্ডের ‘সীমা অক্সিজেন লিমিটেডে’ বিস্ফোরণে নিহত ৬, আহত আরো ২৫

পরের সংবাদ

রামগড়ে ২০ লাখ টাকার কাঠ জব্দ

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : রামগড়ে ২০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করেছেন সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের সদস্যরা।
গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পে সেনা সদস্যরা এই বিশেষ অভিযান চালান। অভিযানকালে রামগড় উপজেলার নাকাপা এলাকা থেকে ১০০০ সিএফটি অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা। গতকাল শুক্রবার জব্দকৃত কাঠগুলো রামগড় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেনাবাহিনী সূত্র জানায়, নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পাহাড়ে বনাঞ্চল রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধসহ যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সেনা অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়