জাকের সুপার মার্কেট : সংঘর্ষে সভাপতিসহ আহত ২

আগের সংবাদ

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : সীতাকুণ্ডের ‘সীমা অক্সিজেন লিমিটেডে’ বিস্ফোরণে নিহত ৬, আহত আরো ২৫

পরের সংবাদ

দিনাজপুরে মানববন্ধন : মোটরসাইকেল চলাচল নীতিমালা সংশোধনের দাবি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি : চলাচলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবিত বিভিন্ন নীতিমালা অযৌক্তিক ও জনবিরোধী উল্লেখ করে তা সংশোধনের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে বাইকাররা। গতকাল শুক্রবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মোটরবাইকসহ এ মানববন্ধনে অংশ নেন বাইকাররা।
এ সময় বক্তারা বলেন, শহরে ৩০ কিলোমিটারের কম গতিতে বাইক চলাচল, মহাসড়কে আরোহী পরিবহন করা যাবে না, মহাসড়কে ১২৬ সিসির নিচে ক্ষমতার মোটরসাইকেল চলাচল করতে পারবে না, ঈদ-পূজার আগে-পরে ১০ দিন মহাসড়কে বাইক চলাচল নিষিদ্ধ- এসব নীতিমালা গ্রহণযোগ্য নয়। মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের নামে এসব নীতিমালা বাস্তবায়ন হলে হাজার হাজার কোটি টাকার মোটরসাইকেল শিল্পকে গলা টিপে ধরে দেশের অর্থনৈতিক অগ্রগতি রোধ করা হবে।
এছাড়া পদ্মা সেতুতে বাইক চলাচল সচল রাখারও দাবি জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন আরিফুল রহমান লিপন, মাহফুজ হাসান, খায়রুল আমিন, অভিজিত অভি, আসনান ও মামুনুর রশিদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়