জাকের সুপার মার্কেট : সংঘর্ষে সভাপতিসহ আহত ২

আগের সংবাদ

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : সীতাকুণ্ডের ‘সীমা অক্সিজেন লিমিটেডে’ বিস্ফোরণে নিহত ৬, আহত আরো ২৫

পরের সংবাদ

থিয়েটার পত্রিকা ক্ষ্যাপার নতুন সংখ্যা

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

থিয়েটারবিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’। অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে এর নতুন সংখ্যা। প্রবন্ধ, নিবন্ধ, নাট্য আলোচনায় সেজেছে এবারের সংখ্যাটি। পাভেল রহমান সম্পাদিত পত্রিকাটির দশম বর্ষের সপ্তম সংখ্যাটির প্রচ্ছদ এঁকেছেন শাহনাজ জাহান। নির্বাহী সম্পাদক অপু মেহেদী। সংখ্যাটিতে শিক্ষক ও খ্যাতিমান নাট্য নির্দেশক ড. সৈয়দ জামিল আহমেদের লেখা “সাঈদ আহমদ রচিত মাইলপোস্ট : ‘অ্যাবসার্ড’ যেখানে ‘বাস্তবতা’র বহুধা পরত দ্বারা প্রবিষ্ট” শিরোনামের একটি বিশেষ রচনা প্রকাশ হয়েছে। ক্ষ্যাপার সম্পাদক পাভেল রহমান বলেন, মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আরণ্যক নাট্যদল। এছাড়া স্বাধীনতার পর রামেন্দু মজুমদারের সম্পাদনায় প্রকাশিত ‘থিয়েটার’ পত্রিকার মধ্য দিয়ে থিয়েটারবিষয়ক পত্রিকা প্রকাশেরও সূচনা হয়। ক্ষ্যাপার চলতি সংখ্যাটিতে আরণ্যক নাট্যদলের ৫০ বছরের নাট্যচর্চা নিয়ে ‘পঞ্চাশের আরণ্যক : অভিঘাতের অভিজ্ঞান’ শিরোনামে লিখেছেন ড. রতন সিদ্দিকী এবং থিয়েটার পত্রিকার ৫০ বছর নিয়ে ‘থিয়েটার ত্রৈমাসিক : মঞ্চনাটকের অমিয়প্রাণ’ শিরোনামে লিখেছেন বাবুল বিশ্বাস। সংখ্যাটিতে রয়েছে অপু মেহেদীর লেখা ‘নতুন নাট্যের সন্ধানে’ এবং কৃপাকণা তালুকদারের লেখা ‘আবদুল্লাহ আল-মামুনের কোকিলারা : যৌন রাজনীতি ও নিম্নবর্গের প্রতীক হয়ে ওঠা নারীর চিরায়ত আখ্যান’ শিরোনামে দুটি প্রবন্ধ। স্পর্ধা প্রযোজিত ‘বিস্ময়কর সবকিছু’ নিয়ে নাট্য আলোচনা লিখেছেন অলোক বসু এবং ফেইম প্রযোজিত ‘প্রতীক্ষা অন্তহীন’ নিয়ে লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য্য। তাছাড়া ২০২২ সালের নাট্যাঙ্গন নিয়ে একটি সালতামামিও রয়েছে সংখ্যাটিতে।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়