জাকের সুপার মার্কেট : সংঘর্ষে সভাপতিসহ আহত ২

আগের সংবাদ

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : সীতাকুণ্ডের ‘সীমা অক্সিজেন লিমিটেডে’ বিস্ফোরণে নিহত ৬, আহত আরো ২৫

পরের সংবাদ

কর্ণফুলী রক্ষায় বর্ণাঢ্য সাম্পান বাইচ

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : কর্ণফুলী নদীর অবৈধ দখলদার উচ্ছেদসহ নদী রক্ষায় চট্টগ্রামে কর্ণফুলী নদীতে শুক্রবার বিকালে সাম্পান মাঝিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাম্পান বাইচ। ইঞ্জিনচালিত সাম্পানে নয় বৈঠা দিয়েই সাম্পান চালিয়ে এই বাইচের আয়োজন করা হয়। আর এই সাম্পান বাইচ দেখতে নদীর অভয়মিত্র ঘাট ও নদীর অপরপাড়ে চরপাথরঘাটায় হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল। চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশন ও চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামে তিনটি সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার এই সাম্পান বাইচের আয়োজন করা হয়। মূলত কর্ণফুলী নদী রক্ষায় নদীর উভয় তীরের জনগণ, সাম্পান মাঝি ও প্রশাসনকে সচেতন করার জন্যই এত আয়োজন। সাম্পান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন চট্টগ্রাম ইছানগর-বাংলাবাজার সাম্পান মালিক সমিতি, ইছানগর সদরঘাট সাম্পান মালিক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট সাম্পান চালক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট ব্যবসায়ী মালিক সমিতি, পুরাতন ব্রিজঘাট মাছ ব্যবসায়ী সমিতিসহ একাধিক লাল-নীল-সবুজ-হলুদ দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়