জাকের সুপার মার্কেট : সংঘর্ষে সভাপতিসহ আহত ২

আগের সংবাদ

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : সীতাকুণ্ডের ‘সীমা অক্সিজেন লিমিটেডে’ বিস্ফোরণে নিহত ৬, আহত আরো ২৫

পরের সংবাদ

অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেল ব্যবস্থাপক সম্মেলন

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

অগ্রণী ব্যাংক লিমিটেডের কুমিল্লা সার্কেলের ২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা এবং ২০২৩ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাক্সিক্ষত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কুমিল্লার ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে কুমিল্লা সার্কেল কর্তৃক আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো. আবুল বাশারের সভাপতিত্বে এ সময় উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহাসহ সার্কেলাধীন সব নির্বাহী, করপোরেট শাখাপ্রধান, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চলপ্রধান এবং ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর ব্যাংকের শ্রেণীকৃত ঋণ হ্রাস, আমানত বৃদ্ধির পাশাপাশি পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়