উপাচার্য ড. মশিউর রহমান : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে

আগের সংবাদ

সংস্কারের বিরূপ প্রভাব বাজারে : আইএমএফের শর্ত মেনে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি প্রত্যাহার করায় সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

পরের সংবাদ

সেই যে মিছিল

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সেই যে মিছিল ফেব্রুয়ারির
সেই যে মিছিল ভাষার দাবির,
সেই যে মিছিল আমার ভাইয়ের
মিছিল ছিল বাঁচার দাবির।

মিছিল ছিল মায়ের সাথে
মায়ের ভাষায় কথা বলার
মিছিল থেকে জন্ম হলো
ফুটন্ত সব রক্তজবার।

ওই মিছিলে ছুড়লে গুলি
মিছিল তখন লাল হয়ে যায়
মিছিলকারী ফুল হয়ে যায়,
মিছিল তখন রক্তকমল
মিছিল তখন কৃষ্ণচূড়া
মিছিল তখন পলাশ শিমুল।
মিছিল তখন সূর্যমুখী
আনবে ছিঁড়ে সূর্যটাকেই
মিছিল তখন স্বপ্নমুখী
মিছিল কেবল সামনে ছোটে।
মিছিল তখন স্বপ্ন দেখায়
মিছিল তখন ভয় মানে না,
মিছিল তখন কাঁদানে গ্যাস,
জলকামানের জল মানে না;
মিছিল তখন নিজেই বুলেট
মিছিল তখন আগুনবোমা।

মিছিল তখন দারুণ ফাগুন
মিছিল থেকেই জ্বলে আগুন;
মিছিল তখন সঞ্জীবনী
ছড়িয়ে যায় শিরায় শিরায়,
মিছিল তখন ফুটতে থাকে
জাতীয়তার ঝাণ্ডা ওড়ায়।

আজও মিছিল স্মৃতির পটে
আবেগের এক ফল্গুধারা
মিছিল আজও বোনের কাছে
ভাই হারানোর অশ্রæধারা।

ফুলগুলো সব বাংলা জুড়ে
ফুটে আছে থোকায় থোকায়
মিছিল আজও মায়ের চোখে
গোপন গভীর কান্না ঝরায়।
মিছিল ছিল মায়ের সাথে মায়ের ভাষায় কথা বলার,
মিছিল থেকে জন্ম হলো ফুটন্ত সব রক্তজবার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়