উপাচার্য ড. মশিউর রহমান : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে

আগের সংবাদ

সংস্কারের বিরূপ প্রভাব বাজারে : আইএমএফের শর্ত মেনে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি প্রত্যাহার করায় সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

পরের সংবাদ

সাগরে নিখোঁজ ২ জেলের গলিত মরদেহ উদ্ধার : পরিবারে শোকের মাতম

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) থেকে : জলদস্যুর কবল থেকে প্রাণ বাঁচাতে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া ৫ জেলের মধ্যে ২ জনের অর্ধগলিত ও বিক্রিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গত বুধবার বিকালে বলেশ্বর নদী থেকে গভীর বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি আরো জানান, মৃতদেহ দুটি দীর্ঘ সময়ে পচেগলে এতটাই বিক্রিত হয়েছে যে; কার দেহ কোনটি পরিবার তা চিহ্নিত করতে পারছে না।
গত ১৭ ফেব্রুয়ারি মধ্য রাতে বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলার শিকার হয় ভাই ভাই নামে বরগুনার একটি মাছ ধরা ট্রলারের ১৮ জন জেলে। এ সময় জলদস্যুদের হাত থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন ৯ জেলে। ঘটনার ৩ দিন পর ২০ ফেব্রুয়ারি সমুদ্রে
ভাসমান অবস্থায় ৪ জেলেকে জীবিত উদ্ধার করেন জেলেরা। উদ্ধারকৃত জেলেদের মধ্য থেকে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এরপর নিখোঁজ ৫ জেলের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হল আজ ১ মার্চ বুধবার ।
নিহত জেলেরা হলেন- কাইয়ুম মাঝি ও আবুল কালাম। এদের মধ্যে কাইয়ুম মাঝির বাড়ি তালতলী উপজেলার চামুপাড়া এলাকায় আর আবুল কালামের বাড়ি বরগুনা সদর উপজেলার রায়ভোগ চৌমুহনী এলাকায়। এ ঘটনায় এখনো নিখোঁজ জেলেরা হলেন- ফরিদ, খাইরুল এবং আব্দুল আলীম।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সমুদ্রে মাছ শিকাররত জেলেদের তথ্যের ভিত্তিতে নিখোঁজদের স্বজনরা সমুদ্রে খোঁজাখুঁজি করে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করেছেন।’
এ বিষয়ে ভাই ভাই ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ বলেন, ‘এ ঘটনায় গত ১৯ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানায় অজ্ঞাত পরিচয়ের ২৫ থেকে ৩০ জনকে আসামি করে আমি একটি মামলা দায়ের করেছি।’
বিষযটি প্রসঙ্গে কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার বলেন, ‘সমুদ্র থেকে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধারের সংবাদ আমরা পেয়েছি। এ ঘটনায় আইনগতভাবে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়