উপাচার্য ড. মশিউর রহমান : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে

আগের সংবাদ

সংস্কারের বিরূপ প্রভাব বাজারে : আইএমএফের শর্ত মেনে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি প্রত্যাহার করায় সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

পরের সংবাদ

জাপানি ২ শিশুর বিষয়ে আপিল শুনানি পেছাল

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশে অবস্থান করা জাপানি দুই শিশুর বিষয়ে বাবা ইমরান শরীফের আপিলের বিষয়ে শুনানি পেছাল। গতকাল বৃহস্পতিবার ঢাকার পারিবারিক আপিল আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে দুই সন্তানকে ফিরে পেতে ইমরান শরীফের আপিল শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু তার আইনজীবী শামীমা আক্তার লাভলী শিশুদের বিষয়ে উচ্চ আদালতে পিটিশন শুনানিতে ব্যস্ত থাকায় বিচারক শুনানির জন্য নতুন তারিখ ঠিক করেন। শুনানির জন্য আগামী ২৪ মে পরবর্তী তারিখ ধার্য করা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভূত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে মর্মে রায় দেন। এ রায়ে সংক্ষুব্ধ হয়ে আপিল করেন ইমরান শরীফ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়