উপাচার্য ড. মশিউর রহমান : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে

আগের সংবাদ

সংস্কারের বিরূপ প্রভাব বাজারে : আইএমএফের শর্ত মেনে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি প্রত্যাহার করায় সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

পরের সংবাদ

চরনিকেতন সাহিত্য উৎসব শুরু

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা পাবনার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী চরগড়গড়িতে আজ শুরু হচ্ছে ‘চরনিকেতন সাহিত্য উৎসব-২০২৩।’ উৎসবটি চলবে আগামীকাল ও পরশু। বিগত এক দশক ধরে এই ঐতিহ্যবাহী চরগড়গড়িতে মঙ্গলসভা, হেমন্তের কবিতা পাঠ, কবিকণ্ঠে শীতের কবিতা, বসন্তের কবিতা পাঠ, লোকউৎসব, বর্ষবরণসহ নানা অনুষ্ঠান পালিত হয়ে আসছে। বৈচিত্র্যময় এই অনুষ্ঠানে বিভিন্ন সময় উপস্থিত থেকেছেন- কবি মুহম্মদ নূরুল হুদা, কবি আসলাম সানী, কবি কাজী রোজী, কবি আসাদ মান্নান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কবি মাকিদ হায়দার, কবি জাহিদ হায়দার প্রমুখ। অন্যান্য বছরের ন্যায় এ বছরও এই অনুষ্ঠানে দুই বাংলার প্রায় দেড় শতাধিক কবি, ঔপন্যাসিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রকাশক এবং সমাজকর্মী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ফরিদ আহমেদ দুলাল, কবি মাহমুদ কামাল, কবি আসলাম সানী, কবি ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, কবি শেখ মোহাম্মদ সানাউল হক, কথাসাহিত্যিক জাকির তালুকদার, কথাসাহিত্যিক পারভেজ হোসেন, কবি বেনজীন খান, আবৃত্তিকার শাহাদাৎ হোসেন নিপু, কবি ও আবৃত্তিকার রুবিনা আজাদ, কথাসাহিত্যিক মনি হায়দার প্রমুখ। ভারত থেকে অংশগ্রহণ করবেন কবি অধীরকৃষ্ণ মণ্ডল, কবি শ্যামল জানা, কবি সৈয়দ কওসর জামাল, দীপক লাহিড়ী, কবি চিত্রা লাহিড়ী, কবি নির্মল ব্রহ্মচারী, কবি মোস্তাক আহমেদ, কবি আবু রাইহান, কবি তাজিমুর রহমান ও কবি-কারুভাষ পত্রিকার সম্পাদক মানসী কীর্তনীয়া। কবিতা আবৃত্তি, বই উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ উৎসবে বর্তমান বিশ্বের সংস্কৃতি ও রাজনীতির প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কবি-সাহিত্যিকদের মধ্যে ভাব বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজ সকালে র‌্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা এবং উদ্বোধনী সংগীতের পর নরওয়ের কবি, কলকাতা, ঢাকা, অন্যান্য জেলাসহ পাবনার স্থানীয় কবি-সাহিত্যিকদের ফুল, ব্যাগ ও গামছা দিয়ে বরণ করা হবে। অতিথিদের বরণ করবেন ‘বৌটুবানী পাঠাগারে’র ছাত্র-শিক্ষকবৃন্দ। প্রথম দিনের পরের পর্বে মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক ও জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন নরওয়ের কবি ও সম্পাদক নির্মল ব্রহ্মচারী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কবি আসাদ মান্নান, চিত্রা লাহিড়ী (ভারত), নীলাঞ্জন শাণ্ডিল্য (ভারত), অধীরকৃষ্ণ মণ্ডল (ভারত), দেবাঞ্জন চক্রবর্তী (ভারত), আসলাম সানী ও সৈয়দ কওসর জামাল (ভারত)। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে আবৃত্তি করবেন বাচিকশিল্পী শাহাদাৎ হোসেন নিপু, নাজমুল আহসান, মাসুম আজিজুল বাশার, মধুসূদন মিহির চক্রবর্তী, অ¤øান অভি দত্ত, পলাশ এবং মতিউর রহমান। বিকেলে দুই পর্বে কবিকণ্ঠে কবিতা পাঠের প্রথম পর্বে সভাপতিত¦ করবেন- কবি মাহমুদ কামাল। এ পর্বে প্রতীক মাহমুদের সঞ্চালনায় কবিতা পড়বেন নির্মল ব্রহ্মচারী (ভারত), আমিনুল ইসলাম, মোস্তাক আহমেদ, সঞ্জীব পুরোহিত, ইউসুফ রেজা, মুম রহমান, অদ্বৈত মারুত, শিমুল সালাহউদ্দিন, সাকিরা পারভীন সোমা, শুভেন্দু দত্ত (ভারত), শামসুদ্দিন হীরা, সারওয়ার জাহান, নুসরাত সুলতানা, শব্দনীল। দ্বিতীয় পর্বে কবিকণ্ঠে কবিতা পাঠে সভাপতিত্ব করবেন শ্যামসুন্দর শিকদার। এ পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন মানসী কীর্তনীয়া। অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন- কামরুল বাহার আরিফ, শিবলী মোকতাদির, তাজিমুর রহমান (ভারত), মনিরুল ইসলাম (ভারত), আবু রাইহান (ভারত), এনামুল হক টগর, মো. জাহাঙ্গীর আলম, মানিক মজুমদার, অরবিন্দ চক্রবর্তী, আহমেদ শিপলু, রিপন আহসান ঋতু, পলিয়ার ওয়াহিদ, বঙ্গ রাখাল, রনি রেজা, মাহফুজ মুজাহিদ, গুলজার হোসেন গরিব, রেহেনা সুলতানা শিল্পী, সজল রায়। কবিতা পাঠের সমাপ্তির পর সন্ধ্যায় ‘মাইকেল মধুসূদন উত্তর বাংলা সাহিত্য’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করবেন দীপক লাহিড়ী (ভারত)। এ পর্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. অনীক মাহমুদ, ড. কুদরত-ই-হুদা, ড. তারেক রেজা, ড. জি এম মনিরুজ্জামান ও ড. আব্দুল মজিদ। সবশেষে মো. মাজহারুল ইসলাম ও তার সহশিল্পীদের সংগীত পরিবেশন ও সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হবে।
দ্বিতীয় দিন সকালে ‘রবীন্দ্র-নজরুল সম্পর্কের স্বরূপ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করবেন মুহম্মদ নূরুল হুদা। সেমিনারে আলোচনা করবেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ, আব্দুল মজিদ, বেনজীন খান। বেলা ১১টায় কথাসাহিত্যিক জাকির তালুকদারের সভাপতিত্বে ‘বাংলা কথা-সাহিত্যের পাঠক ও সমালোচক’ শীর্ষক সেমিনারে আলোচনায় অংশ নেবেন- পারভেজ হোসেন, দেবাঞ্জন চক্রবর্তী (ভারত), বেনজীন খান, মুজতবা আহমেদ মুরশেদ, মনি হায়দার, মুম রহমান, আশরাফ জুয়েল। দুপুরে কবি অনিকেত শামীমের সভাপতিত্বে এবং কবি ফারহান ইশরাকের সঞ্চালনায় কবিতা পাঠে অংশ নেবেন- নীলাঞ্জন শাণ্ডিল্য, দেবাঞ্জন চক্রবর্তী, সৈয়দ কওসর জামাল, তাহমিনা শিল্পী মনসুর আলম, নিলয় রফিক, সুমন শামস, বোরহান মাসুদ, সালেক শিবলু, মির্জা রানা, ওয়াহিদুর রহমান শিপু, আদ্যনাথ ঘোষ, এড. ইমরান হোসেন, সৈয়দা জহুরা আকতার ইরা। কবিতা পাঠ শেষে ‘উত্তর ঔপনিবেশিক বাংলা কবিতা’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন- নীলাঞ্জন শাণ্ডিল্য। এ পর্বে আলোচনা করবেন সৈয়দ কওসর জামাল, শ্যামল জানা, অমৃতেন্দু মণ্ডল, আবু রাইহান, ফারহান ইশরাক। বিকেলে অধীরকৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে এবং মামুন রশীদের সঞ্চালনায় কবিতা পাঠ করবেন- ইসলাম রফিক, মনসুর আজিজ, সোহেল মল্লিক, আতাউল হক মাসুম, কথা হাসনাত, ফয়েজ আহমেদ, ভাস্কর চৌধুরী, ফিরোজা বেগম, মো. জহুরুল ইসলাম, লিখন অরণ্য, মো. রেজাউল করিম, মমতাজ রোজ কলি, অপ্সরী, অশ্রæ সাগর আনোয়ার, জুবায়ের দুখু, হাবিবুল্লাহ জোয়াদ্দার। সন্ধ্যায় চা বিরতি শেষে ‘বাংলা ছড়া ও শিশুসাহিত্য’ শীর্ষক সেমিনারে আসলাম সানীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন আমীরুল ইসলাম, তাহমিনা শিল্পী, হাসান রাউফুন। সন্ধ্যায় কবি শেখ মোহাম্মদ সানাউল হকের সভাপতিত্বে এবং আখতারুজ্জামান আখতারের সঞ্চালনায় কবিতা পাঠ করবেন- লতিফ জোয়ার্দার, শফিক সেলিম, হাসনাইন হীরা, জেবুন্নেছা ববিন, রেজা নাবিল, আলমগীর কবীর হৃদয়, যাযাবর জিয়া, আসাদ বাবু, খান আনোয়ার হোসেন, নজরুল ইসলাম মুকুল, জান্নাতুল ফেরদৌস অনি, অঞ্জলি ভৌমিক। রাতে মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে ৪ মার্চ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। পরদিন ৫ মার্চ উপমহাদেশের বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পরিদর্শনের মধ্য দিয়ে চরনিকেতন সাহিত্য উৎসবের মিলনমেলার পরিসমাপ্তি ঘটবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়