উপাচার্য ড. মশিউর রহমান : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে

আগের সংবাদ

সংস্কারের বিরূপ প্রভাব বাজারে : আইএমএফের শর্ত মেনে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি প্রত্যাহার করায় সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

পরের সংবাদ

চট্টগ্রামে ভোটার বেড়েছে প্রায় ৯ লাখ

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিগত চার বছরে চট্টগ্রামে পৌনে ৯ লাখের বেশি ভোটার বেড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ আসনে সর্বশেষ হালনাগাদ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৫ হাজার ২৫৪ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। চার বছরের ব্যবধানে ভোটার বেড়েছে ৮ লাখ ৭৭ হাজার ৭৮৯ জন। এ সময়ে ভোটার বৃদ্ধির হার ১৫ দশমিক ৫৭ শতাংশ। গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত বছরের ২০ মে সারাদেশের সঙ্গে চট্টগ্রামেও ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়। গত ১৯ নভেম্বর শেষ হয় তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম। হালনাগাদ কার্যক্রমে চট্টগ্রামে ৫ লাখ ৪৮ হাজার ৩৫৬ জন নিবন্ধন করেন। এর মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার তিন লাখ ১৪ হাজার ২৩৫ জন। ১৮ বছরের নিচে নিবন্ধন করেছেন দুই লাখ ৩৪ হাজার ১২১ জন। এছাড়া মারা যাওয়ার কারণে ৬০ হাজার ৭৪৮ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। স্থানান্তরিত হয়েছেন ২০ হাজার ৭১১ জন ভোটার।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার আমাদের সব ধরনের সেবা উন্মুক্ত রয়েছে। ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড ও নতুন ভোটারদের প্লাস্টিক কার্ড বিতরণ, ভোটার হওয়া, সংশোধনসহ সব সেবাই দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়