উপাচার্য ড. মশিউর রহমান : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে

আগের সংবাদ

সংস্কারের বিরূপ প্রভাব বাজারে : আইএমএফের শর্ত মেনে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি প্রত্যাহার করায় সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

পরের সংবাদ

অভিপ্রায়

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

অনেকদিন থেকে ভাবছি আমি একটি ফুলকে নিয়ে কবিতা লিখবো।
সুগন্ধময় শুভ্র শিউলিকে নয়, নয় মল্লিকা
চামেলিকে নিয়েও নয়।
কৃষ্ণের রঙিন বর্ণের আকর্ষণে উতলা
রাধাচূড়াকে নিয়ে লিখবো না সে কবিতা
লিখবো না আমি হাসনাহেনাকে নিয়েও।

কাঠফাঁটা রোদ্দুরে উদোম শরীর বেয়ে ঝরে পড়া
উৎকটঘামের গন্ধের সাথে
যে ফুলের গন্ধ আমি মিশাতে চাই,
শীতের সোনা রোদের মিঠে মিঠে বিকেলে
বোগলের নিচে দু’হাত বেঁধে পথচলার স্বর্গীয় আমেজের মতো
যে ফুলের গন্ধে আমি অরণ্যে হারিয়ে যেতেও প্রস্তুত
সেই ফুলকে নিয়ে আমি একটি কবিতা লিখবো।

ফল নয়, জল নয়
নয় স্বপ্নের সহচরী লাল-নীল পরী
আমি কবিতা লিখবো একটি ফুলকে নিয়ে।
যার সাথে প্রতিরাতে আমার ঘুমের মাঝে দেখা হয়
যার গন্ধ আকণ্ঠ পান করি নাক ডুবিয়ে
যার হরিণ চোখের কৃষ্ণকালো মণিতে নিজেকে দেখি আমি
তাকেই নিয়ে আমি একটি কবিতা লিখবো।

জানি, ভ্রমর শত্রæ হবে
বাতাস হিংস্র হবে
আকাশ সংকুচিত হয়ে নক্ষত্র উদোম দানব হবে
চিরচেনা প্রকৃতি বৈরী হয়ে চাব্কে চাব্কে রক্তাক্ত করবে আমায়
তবুও একটি কবিতা আমি লিখবোই
কামিনী-চাঁপা-যুঁই-দোলন নয়
নয় গোলাপ-বেলি-ভাঁটফুল
‘একুশে ফুল’ হবে আমার সেই কবিতার নাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়