শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন ১০ মার্চ

আগের সংবাদ

ই-টিকেটের নামে ‘ফাঁকিবাজি’ : টিকেট দিতে অনীহা কন্ট্রাকটরের, টিকেটের বিষয়ে যাত্রীরাও উদাসীন, মনিটরিং ব্যবস্থা অপ্রতুল

পরের সংবাদ

রায়পুরা উপনির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নৌকা প্রার্থী লাকি জয়ী

প্রকাশিত: মার্চ ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লায়লা কানিজ লাকি বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার বিকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রায়পুরা উপজেলা উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে চারজন স্বতন্ত্র প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেন। কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় নৌকা প্রতীক নিয়ে লায়লা কানিজ লাকি জয়ী হন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২০ ফেব্রুয়ারি বাছাইয়ে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ হয়। ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী মো. পনির হোসেন, মো. সোলায়মান খন্দকার (সোনা মিয়া), মোহাম্মদ কবির হোসেন, মো. মোক্তার হোসেন রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ১৬ মার্চ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল।
জানা গেছে, গত বছর ১৩ ডিসেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক। এতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়