শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন ১০ মার্চ

আগের সংবাদ

ই-টিকেটের নামে ‘ফাঁকিবাজি’ : টিকেট দিতে অনীহা কন্ট্রাকটরের, টিকেটের বিষয়ে যাত্রীরাও উদাসীন, মনিটরিং ব্যবস্থা অপ্রতুল

পরের সংবাদ

জামালপুর : জেলা পুলিশের সঙ্গে রশিদ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি

প্রকাশিত: মার্চ ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা পুলিশের সঙ্গে এম এ রশিদ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি সম্পাদিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এই চুক্তি সম্পাদিত হয়। চুক্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এবং এম এ রশিদ হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালটির হেড অব অপারেশন এম এ জলিল খান স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এম এ রশিদ হাসপাতালের চিকিৎসা সেবায় বিশেষ ছাড় পাবেন। এই সুবিধা বিভিন্ন প্যাথলজি ও রেডিওলজি পরীক্ষা-নিরীক্ষা এবং ভর্তি রোগীদের শয্যা ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের শেষের দিকে জামালপুর শহরের সরদারপাড়ায় প্রতিষ্ঠিত হয় এম এ রশিদ হাসপাতাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়