শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন ১০ মার্চ

আগের সংবাদ

ই-টিকেটের নামে ‘ফাঁকিবাজি’ : টিকেট দিতে অনীহা কন্ট্রাকটরের, টিকেটের বিষয়ে যাত্রীরাও উদাসীন, মনিটরিং ব্যবস্থা অপ্রতুল

পরের সংবাদ

গৌরনদী : কপিকলের আঘাতে ২ শ্রমিক নিহত

প্রকাশিত: মার্চ ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : গৌরনদীতে গাছের বড় গুড়ি উপরে তোলার সময় কপিকলের আঘাতে ২ শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গৌরনদী পৌরসভার শাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন-উপজেলার নরসিংহলপট্টি গ্রামের মফছের হাওলাদারের ছেলে শহিদ হাওলাদার (৪০) ও দক্ষিণ বিজয়পুর গ্রামের মোসলেম খানের ছেলে হারুন খান (৪৫)। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শাখাওয়াত হোসেন সুজন জানান, শাওড়া এলাকায় মফছের সরদারের বাড়ির ৩টি বড় রেন্ট্রি গাছ সম্প্রতি খরিদ করেন গাছ ব্যবসায়ী ইউনুস শেখ। গাছ ব্যবসায়ী ইউনুস শেখ গত ২ দিনে কাটা গাছ ৪ জন শ্রমিক গত মঙ্গলবার দুপুরে রশি দিয়ে কপিকল তৈরি করে গাছের বড় গুঁড়ি নিচু জায়গা থেকে উপরে তুলছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে শ্রমিক হারুন খানের হাত থেকে কপিকল ছুটে গেলে আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। অপর শ্রমিক শহিদ হাওলাদার গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়