মহাখালীতে অভিযান : তিন রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

শ্রমবাজারে সম্ভাবনার হাতছানি : সৌদি আরব ও মালয়েশিয়ায় সংকট দেখা দিলেও ইউরোপে সম্ভাবনার হাতছানি

পরের সংবাদ

শ্রমিকদের আন্দোলনে বন্ধ রাজশাহী রেশম কারখানা

প্রকাশিত: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বাড়ানোর দাবিতে আবারো আন্দোলন শুরু করেছেন রাজশাহী রেশম কারখানার শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকালে কাজ বন্ধ করে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন তারা। এতে বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানটি।
শ্রমিকরা জানান, গত ৬ মাস ধরে বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। মাত্র ৩০০ টাকা মজুরি তাদের। এতে সংসার চালানো অসম্ভব। ফলে দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি জানানো হয়। এসব দাবিতে তারা গত ২২ ফেব্রুয়ারি একই কর্মসূচি পালন করেছেন। তবে কর্মকর্তারা মৌখিক আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। এমতাবস্থায় অর্ধাহার-অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে।
এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফেরা হবে না বলে জানিয়েছেন শ্রমিকরা। আন্দোলনে নামা মোছা. লুতফা নামে এক শ্রমিক বলেন, আমাদের হাজিরা খাতায় হাজিরা করতে দেয়া হয়নি। সেই খাতা কেড়ে নিয়েছে কর্তৃপক্ষ। আমরা কাজ বন্ধ করতে চাই না। কাজের জন্যই আমরা এখানে এসেছি। আমার মেয়ে অসুস্থ হয়ে মেডিকেলে আছে। তাকে ফেলে বাধ্য হয়ে আজও এখানে এসেছি। আমাদের সঙ্গে এসে কেউ কথা বলুক, দ্রুত বেতনটি পরিশোধ করুক। এক বিধবা নারী শ্রমিক বলেন, আমি অসহায়। আমার মাথার ওপর কেউ নেই। এখানে ইনকাম করে খাই। আমার মেয়েকে এখনো কলেজে ভর্তি করাইনি। ঘর ভাড়াসহ খাওয়া-দাওয়ায় চরম অসুবিধা হচ্ছে। আমরা চাই, আমাদের ৬ মাসের বেতন দেয়া হোক। আমরা মেয়ে মানুষ হয়ে গত এক সপ্তাহ থেকে রাস্তায় আছি। বাধ্য হয়ে আমরা এ আন্দোলনে নেমেছি। এ বিষয়ে রাজশাহী রেশম সম্প্রসারণ কার্যালয়ের আঞ্চলিক উপপরিচালক (ডিডি) ও কারখানা ইনচার্জ কাজী মাসুদ রেজার কার্যালয়ে গিয়ে তাদের পাওয়া যায়নি। মুঠোফোনে তিনি জানান, মজুরি বৃদ্ধি মন্ত্রণায় থেকে অনুমোদন করতে হবে। অনুমোদন প্রক্রিয়া আটকে থাকায় শ্রমিকদের বেতন দেয়া সম্ভব হচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়