মহাখালীতে অভিযান : তিন রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

শ্রমবাজারে সম্ভাবনার হাতছানি : সৌদি আরব ও মালয়েশিয়ায় সংকট দেখা দিলেও ইউরোপে সম্ভাবনার হাতছানি

পরের সংবাদ

না.গঞ্জে সুতা-রাসায়নিক মিল ও গাজীপুরে ঝুটের গুদামে আগুন

প্রকাশিত: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ ও গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে রূপগঞ্জের ভুলতার নান্নু স্পিনিং মিলে (সুতা) আগুন লাগে।
মূলত ওই মিলে দুই পালায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। সকাল ৬টা থেকে শুরু হওয়া প্রথম পালার কাজ দুপুর ২টায় শেষ হওয়ার কথা ছিল। তবে দুপুর ১টার দিকে হঠাৎ মিলের ১ নম্বর ইউনিটের চারতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এরপর রূপগঞ্জের ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, নান্নু স্পিনিং মিলে আগুন লাগার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা বাইরে বেরিয়ে যেতে সক্ষম হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফখরুদ্দিন বলেন, ‘আমাদের ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব না। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।’
অপরদিকে মঙ্গলবার দুপুর দেড়টায় আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকায় অবস্থিত এইচ পি কেমিক্যাল মিলে আগুনের সূত্রপাত হয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কেমিক্যাল ইন্ড্রাস্ট্র্রিজের মেশিনারিজসহ বিভিন্ন উৎপাদিত কেমিক্যাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনের লেলিহান শিখা প্রায় ৫০ থেকে ৬০ ফুট উঁচুতে উঠে যায়। এ সময় আশপাশের ফ্যাক্টরিগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাইড্রোজেন পার-অক্সাইডের কারণে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ হতে থাকে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী এইচ পি কেমিক্যাল মিলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম জানান, এই কারখানায় হাইড্রোজেন পার-অক্সাইড তৈরি করা হয়। এসব কেমিক্যাল কাপড় ডাইং, কাপড় রং করা, ওয়াশ করাসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
কারাখানায় এসব কেমিক্যাল পরিশোধন করার জন্য চারটি টাওয়ার রয়েছে। এগুলো হচ্ছে হাইড্রোজেন টাওয়ার, অক্সিজেন টাওয়ার, এক্সট্রাকশন টাওয়ার, পিউরিফিকেশন টাওয়ার। এসব টাওয়ারে কেমিক্যাল ভরপুর ছিল। ফলে আগুনের লেলিহান শিখা প্রায় ৬০ ফুট উঁচুতে উঠে যায়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন এন্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা আগুন লাগার খবর পাই দুপুর ১টা ৩৫ মিনিটে।
দুপুর ১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আমাদের ১২টি ইউনিটের কর্মীরা ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। মিলটি হাইড্রোজেন পার-অক্সাইড তৈরির একটি প্রতিষ্ঠান। এটি সাধারণ আগুন ছিল না। এটি কেমিক্যালের আগুন ছিল। আমরা আগুন নিয়ন্ত্রণে আধুনিক ফায়ার ফাইটিং (রিমোট কন্ট্রোল রোবট) ব্যবহার করেছি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফখরুদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে অগ্নিকাণ্ডে অন্তত ১২টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি বেলতলা এলাকার ইসরাফিলের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন পাশের বাবুল, আনোয়ার, বুলবুলসহ ১২টি গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে পু?ড়ে গেছে গুদামে থাকা বিভিন্ন প্রকার ঝুটের মালামাল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে। কীভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তা জানা যায়?নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়