মহাখালীতে অভিযান : তিন রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

শ্রমবাজারে সম্ভাবনার হাতছানি : সৌদি আরব ও মালয়েশিয়ায় সংকট দেখা দিলেও ইউরোপে সম্ভাবনার হাতছানি

পরের সংবাদ

নারীদের বিনিয়োগ নিয়ে কর্মশালা

প্রকাশিত: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পুঁজিবাজারে বিনিয়োগে ঝুঁঁকি আছে, তাই বিনিয়োগকারীদের জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। আমেরিকা বা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে আমাদের দেশে নারী বিনিয়োগকারীর সংখ্যা অনেক কম। কারণ- ঝুঁঁকি নিতে আত্মবিশ্বাসের অভাব। এই ধারণাটাকে ওভারকাম করতে হবে। তাহলেই পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীর সংখ্যা এবং তাদের আত্মবিশ্বাস বাড়বে। ডিএসই ট্রেনিং একাডেমি নারী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগকারী সচেতনতামূলক কর্মশালার সমাপনী বক্তব্যে এসব কথা বলেন বিএসইসি কমিশনার ড. রুমানা ইসলাম। এ সময় উপস্থতি ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ডিএসইর উপমহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান। ড. রুমানা ইসলাম বলেন, পুঁজিবাজারে অলস টাকা বিনিয়োগ করতে হবে। এই অলস টাকা হতে পারে আপনাদের সঞ্চয়ের একটা একক অংশ। এমন টাকা যা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা যাবে। দীর্ঘমেয়াদে বিনিয়োগে ঝুঁঁকির মাত্রা কমিয়ে লাভবান হওয়া যায়। তাই ঝুঁঁকি কমাতে ধৈর্য সহকারে দীর্ঘমেয়াদি বিনিয়োগে মনোযোগী হতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়