মহাখালীতে অভিযান : তিন রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

শ্রমবাজারে সম্ভাবনার হাতছানি : সৌদি আরব ও মালয়েশিয়ায় সংকট দেখা দিলেও ইউরোপে সম্ভাবনার হাতছানি

পরের সংবাদ

দুদকের মামলা : পরিবার পরিকল্পনার বাজেট সহকারীর ১২ বছর কারাদণ্ড

প্রকাশিত: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দুদকের মামলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাজেট সহকারী জহির উদ্দিন বাবরকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে সম্পদের তথ্য গোপনের অভিযোগে জহির উদ্দিন বাবরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অসাধু উপায়ে অর্জিত ৫ কোটি ৬৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া মানি লন্ডারিং আইনে তাকে আরো ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তিন ধারার সাজা পৃথকভাবে কার্যকর হওয়ায় তাকে মোট ১২ বছরের সাজা ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক।
২০২০ সালের ২৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আবদুল কাদের ভূঁইঞা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৫ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ৫৪৫ টাকা মূল্যমানের জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগ করা হয়। মামলাটি তদন্তের পর ২০২১ সালের ১২ অক্টোবর একই কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার পর থেকেই জহির উদ্দিন বাবর পলাতক রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়