ফারুক মাহমুদ : মেলায় এখন প্রিয় মানুষদেরই খুঁজে পাই না

আগের সংবাদ

মূল্যস্ফীতি-ডলার সংকটই চ্যালেঞ্জ > ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর : আমদানিনির্ভর সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী

পরের সংবাদ

মন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মনটা কারো ভীষণ সরল কারো কঠিন-কড়া,
অবাধ্য সে হলে পরে খুব সোজা নয় নড়া।
মনের গতি জেনেই তবে হয় বানাতে সাথি,
একসাথে মন গাঁথলে সুখে কাটে দিবস-রাতি।

মন না চিনে সাথে হেঁটে যতই জড়াও গলা,
স্বজন সেজে বাস করলেও হয় না সঠিক চলা।
মনের বাঁধন শক্ত হলে যায় না তাকে ছেঁড়া,
আটকে রাখা যায় দেহকে, মন মানে না বেড়া।

মনের ভেতর ময়লা রেখে বাইরে যারা সাদা,
বন্ধু ভেবে রাখলে তাদের ফলটা দাঁড়ায় কাঁদা।
মন ছুটে যায় এক নিমেষেই কোটি মাইল দূরে,
পাহাড়-সাগর ডিঙিয়ে আবার হঠাৎ আসে ঘুরে।

মনের মতো মনটা যদি ভাগ্যে কারও জোটে,
জীবনজুড়ে বয় খুশি তার হাসির রেখা ঠোঁটে।
মন নিয়ে কেউ খেললে তাকে এড়িয়ে চলা ভালো,
পরিপাটি মনের মানুষ আঁধারকাটা আলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়