ফারুক মাহমুদ : মেলায় এখন প্রিয় মানুষদেরই খুঁজে পাই না

আগের সংবাদ

মূল্যস্ফীতি-ডলার সংকটই চ্যালেঞ্জ > ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর : আমদানিনির্ভর সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী

পরের সংবাদ

অনুভবে তুমি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এই ব্যস্ত শহরের সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে
আমি তোমার শূন্যতা অনুভব করি।
বিনিদ্রার রজনীতে আমার ভাবনায় থাকো তুমি
গভীর ঘুমে যখন আছন্ন তখনো স্বপ্নে আসো।

আমার অনুভবে তুমি, তোমার শূন্যতা
অনুভব করি ঠিক তেমন করে,
শীতের সকালে রোদের তাপকে ছাপিয়ে
যেমন শীতের উষ্ণতাকে অনুভব করা যায়।

আমার ভাবনা জুড়ে তুমি, তোমার শূন্যতা
অনুভব করি ঠিক তেমন করে,
বসন্তের কোকিল না ডাকলেও যেমন করে
ফুল ফোটে ডালে ডালে, বসন্ত ঠিক আসে।

কাছে কিংবা দূরে থাকি, থাকি যদি তুমি বিহনে
আমি তোমার শূন্যতা অনুভব করি।
মরুর বুকে যেমন জলের তীব্র হাহাকার থাকে
আমার বুক জুঁড়ে থাকে তোমার ভালবাসার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়