স্ত্রীর সঙ্গে ঝগড়ায় ২২ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

আগের সংবাদ

সমাবেশে ওবায়দুল কাদের : হিরো আলমকে প্রার্থী রেছেন ফখরুলরা

পরের সংবাদ

নেত্রকোনা : এসএসসি ১৯৯২ ব্যাচের পুনর্মিলনী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার ১০ উপজেলার ১৯৯২ এসএসসি ব্যাচের ৬ শতাধিক সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হলো পুনর্মিলনী ৯২। গতকাল আধুনিক স্টেডিয়ামে জেলার ১০টি উপজেলার বাইরে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলা থেকেও ৯২ ব্যাচের অনেকেই এ পুনর্মিলনীতে যোগ দেন। ৯২ ব্যাচের নেত্রকোনা জেলার আহ্বায়ক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব খায়রুল হাসান লিটুর সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও কবুতর অবমুক্ত করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর অংশগ্রহণকারীরা শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে মিলিত হন। তারপর একে একে প্রত্যেক উপজেলার অংশগ্রহণকারীরা মঞ্চে নিজ নিজ পরিচয় প্রদান শেষে দুপুরের খাবার গ্রহণ করেন। মধ্যাহ্ন ভোজের পর সংক্ষিপ্ত পরিসরে আলোচনা চলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়