ডিএসসিসি মেয়র : হানিফ ফ্লাইওভারের নিচে সৌন্দর্যবর্ধন করা হবে

আগের সংবাদ

নির্বাচনী বছরে কর্মসংস্থানে জোর : বেকার ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার, সরকারি পদ খালি সাড়ে ৩ লাখের বেশি

পরের সংবাদ

সদারঙ্গের ২৬তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু আজ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : ‘সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ’ এর আয়োজনে আজ থেকে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে শুরু হতে চলেছে দুই দিনব্যাপী ‘২৬তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন-২০২৩’। এবারের সম্মেলন উৎসর্গ করা হয়েছে উস্তাদ আয়েত আলী খাঁকে। সম্মেলনে পাঁচটি অধিবেশনের মধ্যে রয়েছে- উদ্বোধনপর্ব, উচ্চাঙ্গ সংগীত পরিবেশন, প্রভাতী অধিবেশনে- শিশু-কিশোর পর্ব ও সেমিনার। এতে দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পীরা উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ‘সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক রাজীব দাশ।
আজ সন্ধ্যা ৬টায় প্রথম অধিবেশনের উদ্বোধনপর্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা। উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকারের উপপরিচালক ড. বদিউল আলম, সম্মানিত অতিথি থাকছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। সভাপতিত্ব করবেন ‘সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ’ এর সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় অধিবেশনে হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।
আগামীকাল তৃতীয় ও প্রভাতী অধিবেশনে সকাল ৯টায় শুরু হবে শিশু-কিশোরদের উচ্চাঙ্গ সংগীত পরিবেশনা। চতুর্থ অধিবেশনে সেমিনারে ‘তবলার একক বাদন ও সঙ্গত’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন পন্ডিত শ্যামল দেব, আলোচক হিসেবে থাকবেন পণ্ডিত সুভাষ কান্তি দাস। পঞ্চম অধিবেশনে সন্ধ্যা ৬টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। এই দুদিন কণ্ঠ ও যন্ত্রে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন পণ্ডিত শ্যামল দেব (তবলা), আগরতলা, ত্রিপুরা; পণ্ডিত সুভাষ কান্তি দাস (তবলা), দিল্লি; আলমগীর পারভেজ সুমন (কণ্ঠ), রাজশাহী; পারমিতা দাশ মুমু (কণ্ঠ), আমেরিকা; দিপ্তী সমাদ্দার দিপু (কণ্ঠ), ঢাকা; দিপ্তনীল ভট্টাচার্য (সরোদ), পশ্চিমবঙ্গ; ফারুক আহম্মেদ (কণ্ঠ), কুমিল্লা; জ্যোতি ব্যানার্জী (সেতার), খুলনা; প্রমিত বড়–য়া (কণ্ঠ), চট্টগ্রাম; প্রশান্ত ভৌমিক (তবলা) ব্রাহ্মণবাড়িয়া; রাজীব চক্রবর্ত্তী (তবলা), চট্টগ্রাম; সানি দে (তবলা), চট্টগ্রাম; ফাল্গুনী বড়–য়া অলি (হারমোনিয়াম), চট্টগ্রাম; অপরাজিতা চৌধুরী (বেহালা); মো. হোসাইন চিশতী (তবলা লহড়া); অনিন্দ্য দে (তবলা লহড়া); মনস্বিতা দে (কণ্ঠ); আদৃতা রুদ্র (কণ্ঠ)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়