ডিএসসিসি মেয়র : হানিফ ফ্লাইওভারের নিচে সৌন্দর্যবর্ধন করা হবে

আগের সংবাদ

নির্বাচনী বছরে কর্মসংস্থানে জোর : বেকার ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার, সরকারি পদ খালি সাড়ে ৩ লাখের বেশি

পরের সংবাদ

রায়পুরা : পূর্বহরিপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : রায়পুরার পূর্বহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর বড়বাড়ী এলাকার ঐতিহ্যবাহী ওই স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়া। প্রধান মেহমান ছিলেন আফরোজা পারভীন ভূঁইয়া ও উদ্বোধন করেন মোহাম্মদ শাহ আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন মুছাপুর ইউপি সদস্য মো আসাদ মেম্বার, মাহতাবউদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম করিম, ইউনিয়ন যুবলীগ নেতা সাবিকুল, ইউপি সদস্য পান্না আক্তার, সাংবাদিক হারুনুর রশিদ, মো. বাতেন মেম্বার, রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ফারুক মাস্টার, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ কুমার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষী রাণী মল্লিক, আমিন মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সুহেরা আক্তার।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়