ডিএসসিসি মেয়র : হানিফ ফ্লাইওভারের নিচে সৌন্দর্যবর্ধন করা হবে

আগের সংবাদ

নির্বাচনী বছরে কর্মসংস্থানে জোর : বেকার ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার, সরকারি পদ খালি সাড়ে ৩ লাখের বেশি

পরের সংবাদ

মিরসরাইয়ের মারুফ মডেল স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া অনুষ্ঠান গত বুধবার রাত ৮টায় পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের ১ম দিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মিরসরাই থানার ওসি কবির হোসেন। এসময় মিরসরাই ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান ডা. মাঈনুল হোসেনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ওইদিন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন ও সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। ২য় দিন স্কুুল প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী দিন গত বুধবার আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় সহকারী শিক্ষক জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, কাউন্সিলর জহির উদ্দিন, কাউন্সিলর আল ফায়হাত সংগ্রাম, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, মারুফ ফাউন্ডেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মীর শাহীন, অভিভাবক সদস্য মফিজুল ইসলাম, নাছির উদ্দিন, সুমন্ত দাশ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা ৭৮টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া ২০২২ সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হওয়া ২৯ জন শিক্ষার্থী, ৪ জন শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী, ৩২তম এশিয়া প্যাসিফিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরী বাংলাদেশে সাফল্যসহ রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়