ডিএসসিসি মেয়র : হানিফ ফ্লাইওভারের নিচে সৌন্দর্যবর্ধন করা হবে

আগের সংবাদ

নির্বাচনী বছরে কর্মসংস্থানে জোর : বেকার ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার, সরকারি পদ খালি সাড়ে ৩ লাখের বেশি

পরের সংবাদ

গাজীপুরে পৃথক দুর্ঘটনা : অগ্নিকাণ্ডে পুলিশের স্ত্রী, গ্যাস সিলিন্ডার পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে রান্না ঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুলিশের স্ত্রী এবং মাথার উপর গ্যাস সিলিন্ডার পড়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার গাজীপুর মহানগরের পালের মাঠ এবং ইটাহাটা এলাকায় ওই পৃথক দুই দুর্ঘটনা ঘটেছে।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মো. আসাদুজ্জামান জানান, গাজীপুর মহানগর বাসন থানার পালের মাঠ মৃত্তিকা ভবনের সপ্তম তলায় মহানগর ট্রাফিকের (উত্তর) সার্জেন্ট মো. শাহনেওয়াজ তার তিন বছরের ছেলে ও স্ত্রী ফারজানাকে (৩০) নিয়ে ভাড়ায় বসবাস করেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সার্জেন্ট শাহনেওয়াজ তার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে কর্মস্থলে চলে যান। বেলা পৌনে ১১টার দিকে সপ্তম তলায় রান্না ঘর থেকে বিকট শব্দ শোনেন ও ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশিরা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার বেশ কিছু সময় আগেই আগুন নিভে গেছে। পরে রান্না ঘরে গিয়ে আগুনে দগ্ধ ফারজানার লাশ ও দরজা-জানালাসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যাওয়ার আলামত দেখতে পাই। রান্না ঘরে কোনো সিলিন্ডার ছিল না। ভবনের নিচতলায় বড় সিলিন্ডার রয়েছে। সেখান থেকে উপরে গ্যাসের চুলায় সংযোগ দেয়া হয়েছে। রান্না ঘরে থাকা চুলা বা চুলার সংযোগ পাইপের লিকেজ থেকে (৬ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের) রান্না ঘরে হয়তো গ্যাস জমেছিল। এমতাবস্থায় রান্না ঘরে গিয়ে অটো চুলার সুইচ কিংবা ইলেকিট্রক সুইচ চালু করতে গিয়ে সৃষ্ট স্পার্কিং থেকে বিকট শব্দ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। আর ওই আগুনে ফারজানা দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন এবং সেখানে থাকা আসবাবপত্র পুড়ে আগুন নিভে গেছে এমন আলামত পাওয়া গেছে।
বাসন থানার ওসি মো. সানোয়ার জাহান জানান, একইদিন সকালে গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় জনৈক আবুল হোসেনের বাড়ির পাশে এক কারখানার নির্মাণ চলছিল। সেখানে ঝালা দেয়ার কাজের জন্য লম্বা গ্যাস সিলিন্ডার (বোতল) রাখা ছিল। একপর্যায়ে সকাল সোয়া ১০টার দিকে রাস্তায় খেলতে গিয়ে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সিলিন্ডারের বোতলটি আয়েশা সিদ্দিকা নামের আড়াই বছরের শিশু আয়েশার উপর পড়ে। এতে আয়েশা মাথা ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
নিহত আয়েশা, স্থানীয় ইটহাটা এলাকার মো. রাশেদুল গাজীর মেয়ে। উভয় লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়