ডিএসসিসি মেয়র : হানিফ ফ্লাইওভারের নিচে সৌন্দর্যবর্ধন করা হবে

আগের সংবাদ

নির্বাচনী বছরে কর্মসংস্থানে জোর : বেকার ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার, সরকারি পদ খালি সাড়ে ৩ লাখের বেশি

পরের সংবাদ

কবি নজমুল হেলাল

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ১:৪৪ পূর্বাহ্ণ

মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ সময়ের সাহসী নান্দনিক কাব্যস্বর কবি নজমুল হেলাল। কবি নজমুল হেলাল জাতীয় প্রতিভা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, ঢাকা; চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার জন্ম মেহেরপুর জেলা শহরে ১৩৬৬ বঙ্গাব্দের ২২ কার্তিক; ৯ নভেম্বর ১৯৫৯ সাল। সত্য সুন্দর ন্যায়ের পক্ষে দায়বদ্ধতা নিয়ে অসাম্প্রদায়িক বিশ্ব মানবতার জয়গান নজমুল হেলালের কবিতায় সমুজ্জ্বল। জীবন ও জগতের নানা বিষয় প্রেম বিরহ যুগযন্ত্রণা নান্দনিকভাবে তুলে ধরছেন সমাজ তাত্ত্বিক দৃষ্টিতেও কখনো কখনো তার কবিতায় কাব্যে প্রায় অর্ধ শতাব্দীকাল। ভালবাসা প্রেম নিছক শুধু আবেগ নয়, তার সঙ্গে অভিন্ন হয়ে আছে দায়-দায়িত্ব এবং দৃশ্যমান করে তোলার আন্তরিক অপরিহার্য জীবনের জরুরি বিষয়।
‘ভালবাসলেই খোঁজ রাখতে হয়’ কাব্যগ্রন্থে কবি নজমুল হেলাল তারই ধ্বনি মাধুর্য নানাভাবে ফুটিয়ে তুলেছেন আপন কাব্য ভাষায়।

** বিকল্প

ফুলের বিকল্প ফুল
নদীর বিকল্প নদী
গানের বিকল্প গান
মনোহর এ মর্ত্যলোকে মনকে মুগ্ধ করে সময়ে

মাঠের বিকল্প মাঠ
ঘাটের বিকল্প ঘাট
বইয়ের বিকল্প বই
ছায়ার বিকল্প ছায়া
অবসাদ কাটিয়ে তোলে কখনো কখনো

পার্কের বিকল্প পার্ক
হোটেলের বিকল্প হোটেল
শহরের বিকল্প শহর
দেশের বিকল্প দেশ
এনে দেয় কখনো জীবনে বৈচিত্র্য অনেক

নারীর বিকল্প নারী
পুরুষের বিকল্প পুরুষ পাওয়া যায়
বৃহন্নলার বিকল্প হয় বৃহন্নলা আজও
শুধু আমার জীবনে
তোমার কোনো বিকল্প নেই।

** দূরত্ব কমাও

দূরত্ব বাড়ালে দুর্দশা বাড়ে
সুখ-স্বস্তির সুবাতাস চলে যায় লোকালয় ছেড়ে
দূরত্ব বাড়ালে অবিশ্বাস বাড়ে
সন্দেহ-সংশয়ের কাঁটায় জর্জরিত হয় জীবন মন।

দূরত্ব কমাও
যে দূরত্ব নিয়ে যায় চির বিরহের দিকে
সে দূরত্বের পাথরটা ছুঁড়ে ফেলে দাও
এবং বলে দাও
ভালো না বাসলে দূরত্ব কমে না কোনোদিন।

** ভালবাসলেই খোঁজ রাখতে হয়

পথিক হলে খোঁজ রাখতে হয় পথের
গাছ পাখি গান কবিতা
বই-পত্তর বাঁশি হাসি
আমতলা কাঁঠালবাগান পুকুরপাড়
চাল-চলন শরীর-টরীর
মন-মেজাজের খোঁজ রাখতে হয় কারো কারো।

খোঁজ রাখতে হয় জন্ম-মৃত্যু
উত্থান-পতন রাজনীতি-কাজনীতি
পার্ক লেক সময়-অসময়
ঝর্ণা পাহাড় জ্যোৎস্না রাতের খোঁজ রাখতে হয়।
কখন কী ঘটে যায় বলা যায় না তাই
খোঁজ রাখতে হয় ষড়যন্ত্র হিংসা ছাড়াও কত কিছুর।

কখনো খোঁজ রাখতে হয় চোখে
কখনো কানে
কখনো মনে মনে সঙ্গোপনে খোঁজ রাখতে হয়।

খোঁজের সময়
ঝুঁকির খেঁকশিয়াল উঁকি মারে কখনো কখনো
কখনো কখনো আসে অনির্বচনীয় আনন্দ জোয়ার
কখনো কখনো খোঁজ রাখতে যেয়ে
হয়ে যেতে পারে নিখোঁজ সংবাদ।

তবুও খোঁজ রাখতে হয় দেশ মাটি মানুষের
লাজ ভয় ছেড়ে খোঁজ রাখতে হয় সময়মতো
ভালোবাসার এ মর্ত্যলোকে অনিন্দ্য অনিবার্য শর্ত এটা
ভালোবাসলেই খোঁজ রাখতে হয় সততার সাথে।

** বঙ্গবন্ধু বাংলাদেশ

এখন মুজিব নেই কে বলে
ওই দ্যাখো পতাকায়
ধর্ষিতা মা বোন শহীদের রক্ত লেখায়
স্বাধীন এ বাংলায়।

কতখানি ত্যাগ সফল হলে
একটি মুজিব হয়
কতখানি প্রেম অমর হলে
এক সুরে কথা কয়।

এক নেতা এক দেশ হলো
শোষণের ঘায়ে ঘায়ে
বৈষম্যের বিশাল দেওয়াল
ভেঙে ভেঙে পায়ে পায়ে।

মাটি ও মানুষ এক না হলে
হয় নাকো এক নেতা
কথায় ও কাজে এক না হলে
মানুষ পায় যে ব্যথা।

জাতির ব্যথা ও বেদনা বুঝেই
মুজিব নেতা যে মহান
নিরাময়ে ছিল তাঁরই কাজ কথা
নিপীড়িত জনতার জয়গান।

কোথায় পাবো এমন নেতা
আঁধার রাতের আলো
মুজিব প্রদীপ লুকিয়ে না রেখে
ঘরে ঘরে আজ জ্বালো।

আঁধার ঘুচাবে। বাঁধার প্রাচীর
ভেঙে হবে চৌচির,
কোথায় পালাবে জঙ্গি-মঙ্গি
দুর্নীতিবাজ হয়ে যাবে স্থির।

মহান মুজিব বঙ্গবন্ধু
স্বাধীন আমাদের বাংলাদেশ
একুশের চেতনা ত্যাগের বিজয়
ভোগবাদীদের দিনটা শেষ।

ভালবাসলেই খোঁজ রাখতে হয়, নজমুল হেলাল; কবিতার বই, প্রচ্ছদ : ধ্রæব এষ; প্রকাশকাল : অমর একুশে বইমেলা ২০২৩, ভোরের কাগজ প্রকাশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়