ক্রোয়েশিয়া : ক্রিমিয়া কখনোই আর ইউক্রেনের অংশ হবে না

আগের সংবাদ

পাতালরেল যুগে বাংলাদেশ : ১০০ সেকেন্ড পর পর ট্রেন, ভূগর্ভে হবে ১২টি তিনতলা স্টেশন

পরের সংবাদ

সংবাদ সম্মেলন : চিতলমারী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অশোক কুমার বড়াল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অশোক কুমার বড়াল বলেন, আমার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্টের জন্য গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। জেলা প্রশাসকের কাছে আমার ও আমার স্ত্রী ৬নং চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্ণার বিরুদ্ধে সাজানো অভিযোগ করেন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য কবিতা রানা। ওই অভিযোগের ভিত্তিতে ৩০ ও ৩১ জানুয়ারি বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন পত্রিকায় আমার বিরুদ্ধে কবিতা রানাকে জুতা পেটা করা ও অনৈতিক প্রস্তাবের বিষয়ে সম্মানহানিকর সংবাদ প্রচারিত হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা এ সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়