ক্রোয়েশিয়া : ক্রিমিয়া কখনোই আর ইউক্রেনের অংশ হবে না

আগের সংবাদ

পাতালরেল যুগে বাংলাদেশ : ১০০ সেকেন্ড পর পর ট্রেন, ভূগর্ভে হবে ১২টি তিনতলা স্টেশন

পরের সংবাদ

শিক্ষামন্ত্রী : স্মার্ট দেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যতই বাধা আসুক, যতই অপপ্রচার হোক, মিথ্যাচার হোক আমাদের এগিয়ে যেতে হবে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মেডিকেল কলেজ ইতিহাস সংরক্ষণ প্রকল্পের উদ্যোগে ‘মানবতার শেখ হাসিনা’ শীর্ষক পোস্টার উদ্বোধকের বক্তব্য এ কথা বলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ ইতিহাস সংরক্ষণ প্রকল্পের সভাপতি ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এবিএম আব্দুল্লাহ, জাতীয় অধ্যাপক একে আজাদ খান, অধ্যাপক ডা. জালাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক কামরুল হাসান মিলন, অধ্যাপক শফিকুল ইসলাম চৌধুরী।
শিক্ষামন্ত্রী বলেন, সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন সোনার মানুষ, আর সেই সোনার মানুষ হলো আমাদের শিক্ষার্থীরা।
এই শিক্ষার্থীরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ তৈরি করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়