ক্রোয়েশিয়া : ক্রিমিয়া কখনোই আর ইউক্রেনের অংশ হবে না

আগের সংবাদ

পাতালরেল যুগে বাংলাদেশ : ১০০ সেকেন্ড পর পর ট্রেন, ভূগর্ভে হবে ১২টি তিনতলা স্টেশন

পরের সংবাদ

‘মৃণাল’ হয়ে উঠতে ব্যস্ত চঞ্চল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ভারতের নির্মাতা মৃণাল সেনের জীবন নিয়ে পদাতিক সিনেমায় অভিনয় করছেন ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের লুকে চঞ্চলের কয়েকটি ছবি প্রকাশ্যে এলে আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ালেন চঞ্চল চৌধুরী, কলকাতায় প্রথম দফার দৃশ্যধারণ শেষ করে গত সোমবার ঢাকায় ফিরেছেন এই অভিনেতা। প্রায় দুই যুগের ক্যারিয়ারে এবারই প্রথম কোনো জীবনীভিত্তিক চলচ্চিত্রে দেখা যাবে চঞ্চলকে। সিনেমাটি নির্মাণ করছেন টালিগঞ্জের নির্মাতা সৃজিত মুখার্জি। মৃণাল সেনের চরিত্রে অভিনয়ের বিষয়ে চঞ্চল গণমাধ্যমে জানান, মৃণাল সেনের মতো এত বড় ব্যক্তিত্বের চরিত্র করা কঠিন ব্যাপার। তিনি বলেন, ‘চরিত্রটি আমার জন্য সহজ নয়। জীবনীভিত্তিক সিনেমায় দর্শকরা ওই চরিত্রে হুবহু দেখতে চান। চেহারা, কণ্ঠ মেলাতে চান। তাই আমি ভয়ও পাই। মৃণাল সেনের আদল, হাঁটাচলা, অঙ্গভঙ্গিকে প্রাধান্য দেয়া হচ্ছে। ওখানে যাওয়ার পর মৃণাল সেনকে নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারের ডিভিডি, বইপত্র আমাকে ধরিয়ে দিলেন তিনি, যাতে শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমি আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারি।’ তিন ধাপে শুটিং শেষ হবে এ ছবির। ১০ থেকে ২০ ফেব্রুয়ারি কলকাতায় দ্বিতীয় ধাপের কাজ হবে। এর আগেই কলকাতায় উড়াল দেবেন চঞ্চল। সিনেমার শেষ ধাপের দৃশ্যধারণ হবে ইতালিতে। সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করছেন টালিউডের অভিনেত্রী মনামী ঘোষ। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও লিখেছেন সৃজিত মুখার্জি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়