ক্রোয়েশিয়া : ক্রিমিয়া কখনোই আর ইউক্রেনের অংশ হবে না

আগের সংবাদ

পাতালরেল যুগে বাংলাদেশ : ১০০ সেকেন্ড পর পর ট্রেন, ভূগর্ভে হবে ১২টি তিনতলা স্টেশন

পরের সংবাদ

ভালোবাসার প্রমাণ পেতে ‘মারা গেলেন’ লেমোস

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ব্রাজিলের ৬০ বছর বয়সি বালতাজার লেমোস নিজের ফেসবুকে নিজেরই মৃত্যুর খবর ঘোষণা করেছিলেন। একই সঙ্গে তার অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনাসভায় বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের যোগ দেয়ার আহ্বান জানান। তিনি বছরের পর বছর অন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন। কিন্তু নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে কত মানুষ উপস্থিত হন, মানুষ তাকে কতটা ভালোবাসে, তা যাচাই করতে নিজেই নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেন। এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস।
১৭ জানুয়ারি নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তাকে দেখা যায় সাও পাওলোতে একটি হাসপাতালের সামনে দাঁড়ানো। পরের দিন তিনি আরেকটি পোস্ট দেন। তাতে তিনি মারা গেছেন বলে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের কাছে খবর ছড়িয়ে দেন। এরও পরে তার ফেসবুক পেইজে এ বিষয়ক অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান নিয়ে বিস্তারিত পোস্ট দেয়া হয়। এতে তিনি বলেন, অন্ত্যেষ্টিক্রিয়া হবে কুরিতিবার ভাটিক্যান চ্যাপেলে।
অনলাইন মিররের এক রিপোর্ট অনুযায়ী, অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে
কান্নারত বেশ কিছু মানুষকে দেখা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়