ক্রোয়েশিয়া : ক্রিমিয়া কখনোই আর ইউক্রেনের অংশ হবে না

আগের সংবাদ

পাতালরেল যুগে বাংলাদেশ : ১০০ সেকেন্ড পর পর ট্রেন, ভূগর্ভে হবে ১২টি তিনতলা স্টেশন

পরের সংবাদ

ডিজিটাল স্ক্যানে প্রাচীন মমির রহস্য উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ডিজিটাল স্ক্যানের পর ২৩০০ বছর আগে মমি করা এক কিশোরের বিস্তারিত জানতে পেরেছেন গবেষকরা। কায়রো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের বিশ্বাস, এই কিশোর ধনী এবং মিসরের বাইরের ছিলেন। রেডিওলজির প্রফেসর সাহার সালিমের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল ওই মমিটি নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। এই কিশোরের পরিবার ধনী এবং সমাজের উচ্চস্তরের মানুষ ছিলেন বলে মনে করেন তারা। কারণ, তার মমিতে ৪৯টি দামি এমুলেটস পাওয়া গেছে। সালিম জানিয়েছেন, এর অনেক সোনা দিয়ে তৈরি। এগুলোর উদ্দেশ্য ছিল মরদেহটিকে রক্ষা করা এবং পরকালে জীবনীশক্তি বৃদ্ধি করা। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, ওই মমিটিকে ‘গোল্ডেন বয়’ নাম দিয়েছে গবেষক দলটি। ১৯১৬ সালে প্রথম মমিটি আবিষ্কৃত হয়। মিসরের দক্ষিণাঞ্চলীয় নাগ এল-হাসে নামক স্থানে প্রাচীন এক সমাধিক্ষেত্রে মমিটি পাওয়া যায়। খ্রিস্টের জন্মের ৩৩২ বছর আগে থেকে এই সমাধিক্ষেত্রটি ব্যবহৃত হচ্ছে। ১০৭ বছর আগে পাওয়া গেলেও এতদিন এই মমিটি অপরীক্ষিত ছিল। রাখা হয়েছিল কায়রো জাদুঘরের বেজমেন্টে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়