ক্রোয়েশিয়া : ক্রিমিয়া কখনোই আর ইউক্রেনের অংশ হবে না

আগের সংবাদ

পাতালরেল যুগে বাংলাদেশ : ১০০ সেকেন্ড পর পর ট্রেন, ভূগর্ভে হবে ১২টি তিনতলা স্টেশন

পরের সংবাদ

চাচাত ভাইদের হাতে যুবক খুন, একজন জখম : চরভদ্রাসন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নে ফসলি মাঠে শালেপুর গ্রামের আ. ওহাব মোল্যা (৪২) নামে এক যুবককে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে চাচাত ভাইয়েরা। এসময় তার ভাই ইমারত হোসেন মোল্যা (৩৫) গুরুতর জখম হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টায় পদ্মা নদীর পাড়ের সার্ভিস ঘাটার পাশে ফসলী মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে হতাহত দুই ভাই মাঠে সরিষা ফসল কাটতে গেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই ইউনিয়নের মধ্য চরশালেপুর গ্রামের আ. খালেক মোল্যার তিন ছেলে আইয়ুব আলী মোল্যা (৪৫), বক্কার মোল্যা (৪০) ও মাসুদ মোল্যা (৩৪) পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ওহাব মোল্যার মৃত্যু নিশ্চিত করে এবং আরেক ভাই ইমারত হোসেন মোল্যার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করার পর পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডের পর অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, চরভদ্রাসন থানার ওসি মিন্টু মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন এবং আহত আরেক ভাই একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিপক্ষরা একই বংশের সম্পর্কে চাচাত ভাই। ফসলি জমির আইল নিয়ে চাচাত ভাইদের মধ্যে বিরোধ ছিল। ঘটনার দিন সকালে দুই ভাই মাঠের পাকা সরিষা কাটতে যান। আর প্রতিপক্ষ চাচাত তিন ভাই পূর্ব পরিকল্পিতভাবে একই মোটরসাইকেলযোগে ফসলি মাঠে ঢুকেই চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক ভাইকে ঘটনাস্থলে হত্যা করে এবং আরেক ভাইকে গুরুতর জখম করে রেখে হত্যাকারীরা দ্রুত উধাও হয়।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার ওসি মিন্টু মণ্ডল বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়