কেরানীগঞ্জের দগ্ধ সেই গৃহবধূর মৃত্যু

আগের সংবাদ

অনির্বাচিত সরকার এলে সংবিধান অশুদ্ধ হবে : অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

পরের সংবাদ

দুই হাজার টাকায় ৪৫ স্বর্ণের বার পাচারের চেষ্টা : আটক ১

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলা দিয়ে স্বর্ণেরবার পাচারের সময় আজিজার রহমান (৬৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় স্বর্ণেরবারসহ তাকে আটক করা হয়।
আটক আজিজার রহমান দুর্গাপুর ইউনিয়নের বানিয়াটারী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দীঘলটারী সীমান্তের কুটিরচর নামক স্থান দিয়ে একজন লোক ভারতে স্বর্ণ পাচার করবেন। এমন সংবাদের ভিত্তিতে ১৫ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় দীঘলটারী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহলদল মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ৯২৫/৭ এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাবাগান নামক স্থানে অবস্থান করেন। পরে সকাল ৯টার দিকে ওই সীমান্ত থেকে আজিজারকে আটক করে তল্লাশি চালালে ৪৫টি স্বর্ণেরবার (২৪ ক্যারেট) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫০ ভরি ৩ আনা ১ রতি। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। আটক ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ মাত্র দুই হাজার টাকা পাওয়ার আশায় স্বর্ণেরবারগুলো পাচারের প্রস্তুতি নিয়েছিলেন বলে জানিয়েছেন মোফাজ্জল হোসেন আকন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়