উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

জয় হোক মানুষের

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আমি তো ভুলে যাব
বাস্তবতা হচ্ছে আপনিও ভুলে যাবেন।
তবুও ইতিহাসেই থেকে যাবে হয়তো…
আপনি আমি আমরা অদ্ভুত মানুষ
ভুলে যাই।
তারপরও মানুষ মানুষেরই পাশে দাঁড়ায়!
মানুষ মানুষের পরিচয় দেয়
মানুষই আবার পশুর চেয়ে হিংস্র হয়
তবুও মানুষেরই বিজয় হয়!
তবুও কিছু মানুষের চোখ খোলে,
কিছু খোলে না!
তবুও কিছু সারাহ জন্ম নেয়!
কিছু সারাহ আমাদের শিক্ষা দেয়,
তবুও আমরা অমানুষ থেকে যাই!
সারাহরা শুধু দিয়েই যায়।
সারাহরা শুধুই আলো ছড়িয়ে দেয়!
সারাহরাই শুধু পথ দেখায়!
কিছুক্ষণ পরেই মৃত্যু জেনেও;
মৃত্যুকে করেছে আলিঙ্গন!
দিয়েছে নতুন প্রাণ; ছড়িয়ে আলো।
তবুও কিছু মানুষ অমানুষই থেকে যায়!
যাদের মাঝে প্রতিস্থাপন করা হয়েছে
সারাহর কিডনি-চোখ;
যারা দেখবেন আবার নতুন পৃথিবী!
তারাও হয়তো ভুলেই যাবেন?
আপনি আমি আমরা অদ্ভুত মানুষ!
আমরা ভুলেই যাই!
তবুও মানুষ মানুষেরই পাশে দাঁড়ায়
মানুষেরই জয় হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়