মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ৭০

আগের সংবাদ

রাজশাহীর জনসভায় শেখ হাসিনা : আ.লীগ কখনো পালায় না

পরের সংবাদ

ফেসবুকে ফিরলেন ট্রাম্প

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ক্যাপিটল হিলে হামলার পর ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে নিষিদ্ধ করে দেয় হয়। পুনরায় তাকে প্লাটফর্মে আসার সুযোগ দেয়ার বিষয়ে মেটার সিদ্ধান্ত কী হয় তা নিয়েই আলোচনা চলছিল। অবশেষে দুই বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবার চালুর ঘোষণা দিয়েছে মেটা। মেটার গেøাবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ একটি বিবৃতিতে জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। রাজনীতিবিদরা কী বলছেন সে বিষয়ে জানার সুযোগ মানুষের থাকা উচিত। তিনি বলেন, ক্যাপিটল হিলে সহিংসতায় জড়িতদের উস্কানি দিয়েছিলেন ট্রাম্প। যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তার সব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়। মেটার গেøাবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্টের ভাষায়, ট্রাম্পের ওপর ওই নিষেধাজ্ঞা ছিল বিশেষ পরিস্থিতিতে নেয়া বিশেষ এক সিদ্ধান্ত। বর্তমানে মেটা পর্যালোচনা করে দেখেছে, ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া বা খুলে দেয়া হলে বড় ধরনের কোনো নিরাপত্তাঝুঁকি তৈরি হবে না। তবে অতীতে ফেসবুকের নীতিমালা ভঙ্গের ইতিহাস থাকায় এখন নতুন করে কোনো নিয়ম ভাঙলে ট্রাম্পের ক্ষেত্রে শাস্তির মাত্রা আরো বাড়বে। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রæথ সোশ্যালে মেটার এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। পোস্টে তিনি বলেন, আমাকে নিষিদ্ধ করার পর ফেসবুক বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান করেছে। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট কিংবা অন্য কারো ক্ষেত্রে এমন ঘটনা আর কখনো ঘটা উচিত নয়। সূত্র: টেকটাইমস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়