শিমুর মেয়েকে বাবা : ‘মা ভুল করেছি মাফ করে দিও’

আগের সংবাদ

স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি : যে ফর্মুলায় স্মার্ট বাংলাদেশ

পরের সংবাদ

তিন দিনব্যাপী রবীন্দ্রসংগীত উৎসব শুরু : কান পেতে রই আনমনে

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শিল্পী সঞ্চিতা রাখীর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান করোনাকালের পরে নতুন করে আমন্ত্রণী ডাক পাঠাল দর্শকের মাঝে। ‘আমি এই করুণ ধারার কলকলে/ নীরবে কান পেতে রই আনমনে/ তোমারি ঝর্ণা তলার নির্জনে।’ দীর্ঘ তিন বছর পর মঞ্চে ফিরল রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। ফিরে আসার ক্ষণটিকে রবীন্দ্রনাথের গান গেয়ে শিল্পীরা কবির সুরে, শুভচেতনার বাণী পৌঁছে দিতে চাইলেন দর্শক-শ্রোতার হৃদয়ে। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হওয়া ‘বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা’র তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব ও কলিম শরাফী স্মৃতি পুরস্কার-১৪২৯ অনুষ্ঠানে এভাবেই দর্শক-শ্রোতার হৃদয় আন্দোলিত হয়।
জাতীয় সংগীত পরিবেশন ও প্রদীপ প্রজ¦ালন করে ‘যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালো আলো’ সেøাগানে অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। বিশেষ অতিথি ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারূন। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সাজেদ আকবর। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি বলেন, রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ। দুঃখের মাঝে অনুপ্রেরণা। তার লেখনী অসীম শক্তিমান। যা উচ্চারণে মানুষ জেগে ওঠে, বাঁচার প্রেরণা পায়। রবীন্দ্রনাথের বাণীর প্রেরণায় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সমাজের বিকাশ সাধনে ভূমিকা রেখে চলেছে।
সাজেদ আকবর জানান, এ উৎসবের অংশ হিসেবে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কলিম শরাফীর প্রতি সম্মান জানিয়ে ‘কলিম শরাফী স্মৃতি পুরস্কার-১৪২৯’ রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পেয়েছি। ঢাকাসহ সারাদেশের শিল্পীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে সাজেদ আকবর বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও আপনাদের সন্তানদের রবীন্দ্রনাথ ঠাকুরের গানের চর্চায় সাহায্য করছেন, এটা খুবই আশাপ্রদ ঘটনা। মকবুল হোসেন বলেন, রবীন্দ্রনাথ আমাদের সত্য,

সুন্দর, ন্যায় ও কল্যাণের পথে অভিসারী হয়ে ওঠার প্রেরণা জুগিয়েছেন। তারই প্রেরণায় আমরা করোনা সংকট পেরিয়ে তিন বছর বিরতির পর আবার দর্শকের সামনে এলাম।
আলোচনা শেষে দেশের প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পীসহ সারাদেশ থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফারজানা তাবাসসুম গেয়ে শোনান ‘তব সিংহাসনের আসন হতে’, মীরা মণ্ডল পরিবেশন করেন ‘বসে আছি হে কবে শুনিব’, সঞ্চিতা রাখী ‘তোমারি ঝর্ণা তলার নির্জনে’, আতিয়া ফারজানা মিতা ‘মধুর তোমার শেষ’, মতিউর রহমান ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’ ইন্দ্রানী মোদক ‘এবার তোর মরা গাঙ্গে’ পরিবেশন করেন।
এছাড়া অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী ইখতিয়ার ওমর, মামুন জাহিদ খান, শাফিকুর রহমান, গোলাম সারোয়ার, মুস্তাফিজুর রহমান তূর্য, মাইনুর রহমান খান, এজাজ খান. সালমা আকবর, সুস্মিতা আহমেদ বর্ণা, নুসরাত জাহান রুনা, শামা রহমান ও কেয়া হায়দার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়