শিমুর মেয়েকে বাবা : ‘মা ভুল করেছি মাফ করে দিও’

আগের সংবাদ

স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি : যে ফর্মুলায় স্মার্ট বাংলাদেশ

পরের সংবাদ

চন্দ্রঘোনা : চম্পাকুঁড়ি খেলাঘর আসরের তিন যুগপূর্তি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চন্দ্রঘোনা চম্পাকুঁড়ি খেলাঘর আসরের তিন যুগপূর্তি উৎসব উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার কেপিএম ব্রিকফিল্ড মাঠে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার ও চম্পাকুঁড়ি খেলাঘর আসরের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি আব্দুল মতিন জাতীয় ও খেলাঘর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুুষ্ঠানের উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আক্তার, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, উত্তর জেলা খেলাঘর আসরের সহসভাপতি রওশন আরা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়