শিমুর মেয়েকে বাবা : ‘মা ভুল করেছি মাফ করে দিও’

আগের সংবাদ

স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি : যে ফর্মুলায় স্মার্ট বাংলাদেশ

পরের সংবাদ

এক মাসে ৩ হত্যাকাণ্ড : অভয়নগরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি : অভয়নগরে তুচ্ছ বিষয় নিয়ে ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন আপন চাচা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চেঙ্গুটিয়া উড়োতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাজু আহম্মেদ (৪৫)। তিনি চেঙ্গুটিয়া উড়োতলা গ্রামের গোলাম নবীর ছেলে। ঘাতক ভাতিজা রাকিব হোসেন (১৮) প্রেমবাগ ইউপি সদস্য জসিম উদ্দীন খোকনের ছেলে। এ নিয়ে গত এক মাসে উপজেলায় ৩টি হত্যাকাণ্ড ঘটল। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রাজুর বাড়িতে রাকিবের মা ফ্রিজে আদা বাটা রাখতে গেলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজু আহম্মেদ এগিয়ে গেলে তার সঙ্গেও বাকবিতণ্ডা হয়। এ সময় রাকিব ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে চাচার পেটে ও বুকে আঘাত করে পালিয়ে যান। বাড়ির লোকজন রাজু আহম্মেদকে মুমূর্ষু অবস্থায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহতের চাচা রেজা মোল্যা বলেন, রাজুর বাড়িতে তার ফ্রিজে আদা বাটা রাখতে যায় রাকিবের মা। এতে গন্ধ সৃষ্টি হওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাকিব ঘর থেকে ফল কাটা চাকু দিয়ে চাচা রাজুর বুকে আঘাত করে। এতে রাজু গুরুতর জখম হয়।
অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান বলেন, ঘাতক রাকিব পলাতক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়