প্রণয় ভার্মাকে সংবর্ধনা : ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কূটচালে নষ্ট হওয়ার নয়’

আগের সংবাদ

গ্যাস সংকট কাটছে না সহসা : দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট > সরবরাহ ২৬৬ কোটি ঘনফুট > দুর্ভোগে রাজধানীর বাসিন্দারা

পরের সংবাদ

স্কুল থেকে ১৩ ল্যাপটপ চুরি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে একটি বিদ্যালয় কক্ষের তালা ভেঙে ১৩টি ল্যাপটপ ও একটি স্ক্যানার চুরি হয়েছে। গত বুধবার রাতের যে কোনো সময় উপজেলার পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, অন্যান্য দিনের মতো গত বুধবারও বিদ্যালয় শেষে চলে যান শিক্ষক কর্মচারীরা। ওই দিন রাতের অন্ধকারে কে বা কারা ওই বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষের তালা ভেঙে ১৩টি ল্যাপটপ ও একটি স্ক্যানার চুরি করে নিয়ে যায়। পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ওই কক্ষের তালা ভাঙা। পরে কক্ষে প্রবেশ করে দেখা যায় ১৩টি ল্যাপটপ ও একটি স্ক্যানার নেই। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়