প্রণয় ভার্মাকে সংবর্ধনা : ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কূটচালে নষ্ট হওয়ার নয়’

আগের সংবাদ

গ্যাস সংকট কাটছে না সহসা : দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট > সরবরাহ ২৬৬ কোটি ঘনফুট > দুর্ভোগে রাজধানীর বাসিন্দারা

পরের সংবাদ

মহাকবির জন্মবার্ষিকী : সাগরদাঁড়িতে চলছে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে : বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকাব্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্ব¡াবধানে ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা গত বুধবার বিকালে উদ্বোধন করেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
মেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য মো. নাসির উদ্দীন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এ সময় উপস্থিত ছিলেন- যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর থানার ওসি মো. মফিজুর রহমান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন প্রমুখ।
২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ মধুমেলা মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মধুমঞ্চে প্রতিদিন চলবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা।
এছাড়া মেলায় সার্কাস, যাদু প্রদশর্নী, কৃষিমেলা, মৃত্যুকূপ, কুটিরশিল্প, নাগরদোলা, বিচিত্রা অনুষ্ঠানসহ নানা রকমের পসরা বসেছে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা রাখাসহ সম্পূর্ণ মেলাপ্রাঙ্গণকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, মহাকবি

মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি (বাংলা ১২ মাঘ) যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদসংলগ্ন সাগরদাঁড়ী গ্রামের ঐতিহ্যবাহী দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অসুস্থ হয়ে ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলীপুর জেনারেল হাসপাতালে মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়