প্রণয় ভার্মাকে সংবর্ধনা : ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কূটচালে নষ্ট হওয়ার নয়’

আগের সংবাদ

গ্যাস সংকট কাটছে না সহসা : দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট > সরবরাহ ২৬৬ কোটি ঘনফুট > দুর্ভোগে রাজধানীর বাসিন্দারা

পরের সংবাদ

নুরুজ্জামান বিশ্বাস এমপি : রাজশাহীর জনসভা স্মরণীয় হয়ে থাকবে

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেছেন, রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জনসভা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি জনসভা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের এক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। সেই লক্ষ্যে ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলার প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় সব নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক মালিথা, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহুল হাসান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়